এখনও ১৭ শতাংশ কারখানার শ্রমিকরা বেতন পাননি

0

ইদের আগে শ্রমিকদের বেতন বোনাস দিতে সরকারি নির্দেশ থাকলেও এখনও পাঁচ শতাংশ কারখানার শ্রমিকরা বোনাস ও ১৭ শতাংশ কারখানার শ্রমিকরা বেতন পাননি। এসবের বেশিরভাগই ছোট কারখানা। শিল্প পুলিশের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

শিল্প পুলিশের প্রতিবেদন অনুযায়ী, ৩০ এপ্রিল সন্ধ্যা ৬টা পর্যন্ত ৯ হাজার ১৭৩টি কারখানার মধ্যে ৯৫ শতাংশ কারখানায় শ্রমিকদের ঈদ বোনাস দেওয়া হয়েছে। একই সময়ে সরকার নির্ধারিত ন্যূনতম এপ্রিলের প্রথম ১৫ দিনের বেতন দেওয়া হয়েছে ৮৩ শতাংশ কারখানায়। এখনো ১৭ শতাংশ কারখানার শ্রমিকদের বেতন বাকি রয়েছে।

এ বিষয়ে শিল্প পুলিশের প্রধান অতিরিক্ত মহাপরিদর্শক মাহবুবুর রহমান জানান, আজ থেকে সকল কারখানায় ইদের ছুটি শুরু হয়েছে। আমাদের তথ্য অনুযায়ী ৯৫ শতাংশ শিল্প কারখানায় শ্রমিকদের বোনাস পরিশোধ করা হয়েছে।

তিনি বলেন, ৮৩ শতাংশ কারখানায় এপ্রিল মাসের বেতন দেওয়া হয়েছে। ৯ হাজার কারখানার মধ্যে পোশাক খাতের কারখানা ৪ হাজার। এসব কারখানায় বোনাস ও বেতন হয়েছে

কারখানাগুলো তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ, নিটওয়ার কারখানা মালিকদের সংগঠন বিকেএমইএ, বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ), বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষের (বেপজা) সদস্যভুক্ত।

পোশাক খাতের বাইরে চামড়াজাত পণ্য, আসবাব, সেলফোন সংযোজন, ওষুধপণ্যসহ অন্যান্য খাতের কারখানা রয়েছে প্রায় ৫ হাজার। মূলত এসব কারখানার মধ্যে কতগুলো তাদের শ্রমিকদের বেতন দেয়নি।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com