‘পাকিস্তানের মদিনার মতো হওয়ার কথা ছিল, মদিনার পাকিস্তানের মতো নয়’
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সমালোচনা করেছেন দেশটির সিনিয়র অভিনেত্রী ইফফাত ওমর। বৃহস্পতিবার মসজিদে নববীতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও তার সফরসঙ্গীদের সাথে যে আচরণ হয়েছে, সে ব্যাপারে কথা বলেছেন ইফফাত।
শুক্রবার এক টুইটবার্তায় তিনি বলেন, ‘পাকিস্তানের মদিনার মতো হওয়ার কথা ছিল, কিন্তু মদিনার পাকিস্তানের মতো নয়।’
এর আগেও একবার এ অভিনেত্রী ইমরান খানের একহাত নেন। টুইটারে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেফতারের দাবি জানান।
উল্লেখ্য, সম্প্রতি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ তিন দিনের সফরে সৌদি আরব যান। পরে মসজিদে নববীতে গেলে তিনি এবং তার সফরসঙ্গীদের লক্ষ্য করে ‘চোর চোর’ বলে একদল বিক্ষোভকারী শ্লোগান দিতে থাকেন।
পরে জানা গেছে বিক্ষোভকারীদের মধ্যে পাকিস্তান তেহরিকে ইনসাফের (পিটিআই) এক নেতা ও ইমরান খানের সাবেক উপদেষ্টার ছেলে জাহাঙ্গিরও ছিল। সে কারণেই সমালোচনার তীর সরাসরি ইমরান খানের দিকে গিয়ে পড়ছে।
সূত্র : জিও নিউজ