অ্যাকশনে ভরপুর ‘ধকড়’র ট্রেলার

0

বলিউডের আলোচিত অভিনেত্রী কঙ্গনা রানাউত অভিনয়ের ক্ষেত্রেও বেশ মনোযোগী। ইদানিং নারী কেন্দ্রীক গল্পের দিকে জোড় দিয়েছেন তিনি।

মুক্তির অপেক্ষায় রয়েছে কঙ্গনা অভিনীত অ্যাকশন থ্রিলারধর্মী সিনেমা ‘ধকড়’। সবকিছু ঠিক থাকলে ২০ মে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে  সিনেমাটি। এর আগে ১২ এপ্রিল প্রকাশ হয় সিনেমাটির টিজার। যেখানে অ্যাকশন দৃশ্যে নজর কেড়েছেন কঙ্গনা।

‘ধকড়’র প্রচারণার ধারাবাহিকতায় শুক্রবার (২৯ এপ্রিল) প্রকাশ হলো ট্রেলার। রজনীশ ঘাই পরিচালিত সিনেমাটিতে স্পেশাল এজেন্ট অগ্নির চরিত্রে অভিনয় করেছেন কঙ্গনা। শত্রুকে নিমেষে খুন করে ফেলতে পারে অগ্নি। তার মিশনে অসম্ভব বলে কিছুই নেই। টিজারের মতো ট্রেলারেও সেই আঁচ পাওয়া গেছে।

কঙ্গনা ছাড়াও ‘ধকড়’ সিনেমায় আরও অভিনয় করেছেন অর্জুন রামপাল। তাকে দেখা যাবে রুদ্রবীরের চরিত্রে। রোহিনীর চরিত্রে রয়েছেন দিব্যা দত্ত এবং হ্যান্ডলারের ভূমিকায় দেখা যাবে পশ্চিমবঙ্গের অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়কে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com