পানিতে ভাসছে স্বপ্নের ফসল, কাঁদছেন কৃষক

0

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার দুই হাজারেরর বেশি কৃষকের স্বপ্ন ফিকে হয়ে গেছে। উপজেলার মেদির হাওর, আকাশি হাওর, আটাউড়ি বিল, বালিয়া বিলসহ বিস্তীর্ণ এলাকার ফসলি জমির মাঠ পানির নিচে তলিয়ে গেছে।

সরকারি হিসেব মতে, ৩৫০ হেক্টর ধানের জমি তরিয়ে গেছে। তবে কৃষকরা বলছেন, হাজার হেক্টর জমি এখন পানির নিচে। গত দুই দিনের ঝড়-বৃষ্টিতে ক্ষয় ক্ষতির পরিমাণ আরো বেড়েছে।

হওর পাড়ের কৃষক জিলু চৌধুরী জানান, তার পরিবারের ৭০ কানি ধানি ফসলি জমি এখন পানির নিচে। কৃষি বিভাগ ক্ষতিগ্রস্থদের তালিকা করছে শুনলেও তার সঙ্গে কেউ যোগাযোগ করেননি।

নাসিরনগর সদরের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) আজদু মিয়া জানান, তার জমিও পানির নিচে। তার এলাকার অনেকের জমির উপর দিয়ে এখন নৌকা যায়। অনেক কৃষক একমাত্র ফসল ধান হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com