পুলিশি নির্যাতনে যুবকের মৃত্যুর অভিযোগ

0

লালমনিরহাটে সদর থানা পুলিশের হেফাজতে এক যুবকের মৃত্যু হয়েছে। পরিবারের দাবি, তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। লালমনিরহাট সদর হাসপাতালের জরুরি বিভাগে বৃহস্পতিবার রাতে রবিউল ইসলাম নামের ওই যুবকের মৃত্যু হয়।

৩০ বছর বয়সী রবিউলের বাড়ি লালমনিরহাট সদর উপজেলার হারাটি ইউনিয়নের কাজীর চওড়া গ্রামে। তিনি কাঠমিস্ত্রি ছিলেন। রবিউলের মৃত্যুর পর স্থানীয় লোকজন লালমনিরহাট-রংপুর মহাসড়ক অবরোধ করে। তারা এসআই হালিমের বিচারের দাবিতে স্লোগান দিতে থাকেন।

অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম জানান, কাজীর চওড়া গ্রামে জুয়া খেলার আসরে অভিযান চালিয়ে রাত ৩টার দিকে রবিউল ও প্রল্লাদ চন্দ্র রায়কে আটক করে পুলিশ। থানায় নেয়ার পথে রবিউল স্ট্রোক করলে সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. হালিম তাকে সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে চিকিৎসা চলা অবস্থায় রবিউলের মৃত্যু হয়।

তবে রবিউলের মা সাফিয়া বেগমের অভিযোগ, আটকের পর তার ছেলেকে পিটিয়ে, নির্যাতন করে হত্যা করেছে পুলিশ।

তিনি এ হত্যার বিচার দাবি করেন।

উল্লেখ্য, কিছুদিন আগে স্ত্রী হত্যার অভিযোগে হিমাংশু বর্মণ (৩৬) নামে একজনকে আটক করে হাতীবান্ধা থানা পুলিশ। পরে পুলিশের হেফাজতে তিনি মারা যান।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com