নিউইয়র্কের সাবওয়ে স্টেশনে সন্দেহভাজন হামলাকারী গ্রেপ্তার

0

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রুকলিনের একটি সাবওয়ে স্টেশনে হামলার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে নিউইয়র্ক পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম ফ্রাঙ্ক রবার্ট জেমস (৬২)। গতকাল বুধবার রাতে ব্রুকলিনের সাবওয়ে স্টেশনে গোলাগুলি এবং ‘স্মোক বোমা’ স্থাপনের অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

নিউইয়র্ক পুলিশ বলছে, এর আগে রবার্ট জেমস নিউইয়র্কে বিভিন্ন সময় নয়বার এবং নিউ জার্সিতে তিনবার গ্রেপ্তার হয়েছেন।

নিউইয়র্কের মেয়র এরিক অ্যাডামস নিউইয়র্কের বাসিন্দাদের উদ্দেশে এক সংবাদ সম্মেলনে বলেছেন, ‘হামলাকারীকে আমরা ধরতে পেরেছি। আমরা এই শহরের জনগণকে রক্ষা করব। যারা নিউইয়র্কে সন্ত্রাসী কার্যক্রম করবে তাদের আমরা গ্রেপ্তার করব।’

ব্রুকলিনের আটর্নির অফিস জানিয়েছে, বৃহস্পতিবার রবার্ট জেমসকে আদালতে তোলা হবে।

এর আগে স্থানীয় সময় গত মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে নিউইয়র্কের ব্রুকলিনের সানসেট পার্ক এলাকার একটি সাবওয়ে স্টেশনে গোলাগুলির ঘটনা ঘটে। এতে কমপক্ষে ২৩ জন আহত হয়।

ঘটনার প্রত্যক্ষদর্শী এক যাত্রী জানান, ঘটনার সময় সাবওয়ে স্টেশনটি অফিসগামী মানুষে ভর্তি ছিল। হঠাৎ একটি ‘স্মোক গ্রেনেড’ বিস্ফোরিত হওয়ায় নিমেষেই চারদিক ধোঁয়ায় ছেয়ে যায়। ধোঁয়ায় যখন কিছুই দেখা যাচ্ছিল না—তখন এক বন্দুকধারী স্টেশনে থাকা একটি ট্রেনের বগির ভেতরের যাত্রীদের ওপর এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে অনেকেই গুলিবিদ্ধ হয়ে আহত হন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com