ধা‌নের শী‌ষের প‌ক্ষে ব্যাপক সাড়া পা‌চ্ছি: তাবিথ

0

ঢাকা সি‌টি নির্বাচন সুষ্ঠু ও নির‌পেক্ষ হ‌লে ধা‌নের শী‌ষের বিজয় নি‌শ্চিত ব‌লে জা‌নি‌য়ে‌ছেন ঢাকা উত্তর সি‌টি কর‌পোরশ‌নের বিএন‌পি মেয়র প্রার্থী তা‌বিথ আউয়াল। সোমবার তেজকু‌নি পাড়ার কমলী লতা মা‌র্কেট থে‌কে চতুর্থ দি‌নের ম‌তো প্রচার শুরুর পর এসব বলেন তা‌বিথ আউয়াল।

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে মি‌নি‌টে দলীয় নেতাকর্মী‌দের নি‌য়ে প্রচার শুরু ক‌রেন তিনি। এর আ‌গে সকাল সা‌ড়ে ১০টায় বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ শহীদ প্রে‌সি‌ডেন্ট জিয়াউর রহমানের মাজার জিয়ারত ক‌রেন তাবিথ।

এরপ‌র ফার্মগেট আলরাজি হাসপাতাল, তেজকু‌নি পাড়া,‌ রেলও‌য়ে মা‌র্কেট, বিজ্ঞান ক‌লেজ, কারওয়ান বাজার, ট্রাক স্ট্যান্ড, সাতরাস্তা, বেগুন বা‌ড়ি, না‌বি‌স্কো ও ২৫ নং ওয়া‌র্ডে গণসং‌যোগ কর‌ার কথা রয়েছে তার।

এ সময় সাংবাদিকদের তা‌বিথ আউয়াল ব‌লেন, নির্বাচন নি‌য়ে অনেক ষড়যন্ত্র চল‌ছে। আমরা সবাইকে নি‌য়ে সব ষড়যন্ত্র মোকা‌বেলা কর‌বে। জনগণ জে‌গে উ‌ঠে‌ছে। ধা‌নের শী‌ষের প‌ক্ষে ব্যাপক সাড়া পা‌চ্ছি। জনগণ ভোট দি‌তে পার‌লে বিজয় সু‌নি‌শ্চিত।

এ সময় বি‌এন‌পির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান, বিএন‌পি চেয়ারপারস‌নের উপ‌দেষ্টা জয়নাল আবে‌দিন ফারুক, হা‌বিবুর রহমান হা‌বিব,‌ বিএন‌পির ক্রিড়াবিষয়ক সম্পাদক আমিনুল হক, সমাজবিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন, নির্বাহী ক‌মি‌টির সদস্য নিপুণ রায় চৌধুরী, যুবদ‌লের সভাপ‌তি সাইফুল আলম নিরব, সাধারণ সম্পাদক সুলতান সালাহ উদ্দিন টুকু, যুবদল উত্ত‌রের সভাপ‌তি এসএম জাহাঙ্গীর হো‌সেন, ২৬ নং ওয়ার্ড ক‌মিশনার প্রার্থী আজিজুর রহমান মোসা‌ব্বিরসহ নেতাকর্মীরা উপ‌স্থিত ছিলেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.