শাহবাজের প্রথম উদ্যোগকেই প্রত্যাখ্যান করল ইমরানের দল

0

শাহবাজ শরিফ পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পরই ইমরান খানের বিরুদ্ধে ‘যুক্তরাষ্ট্র ষড়যন্ত্র’ করেছে বলে যে অভিযোগ করা হচ্ছে, এ বিষয়ে প্রকাশ্য শুনানি করার ঘোষণা দিয়েছেন।

নতুন প্রধানমন্ত্রীর এ ঘোষণাকে প্রত্যাখ্যান করেছে ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। খবর ডনের।

এ সময় পিটিআইয়ের এ দাবি পুরোপুরি মিথ্যা বলেও মন্তব্য করেছেন পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী।

শাহবাজ শরিফের এ বক্তব্যকে ‘নোংরা পদক্ষেপ’ আখ্যা দিয়ে পিটিআই নেতা ফাওয়াদ চৌধুরী বলেন, বিষয়টি তদন্তে পাকিস্তানের সুপ্রিমকোর্টের একটি স্বাধীন কমিশন গঠন করা উচিত। তদন্ত কমিশনের প্রধান এমন কাউকে করা যেতে পারে যাকে নিয়ে কোনো আপত্তি থাকবে না।

গত শনিবার দিবাগত রাতে পাকিস্তানের পার্লামেন্টের নিম্নকক্ষ জাতীয় পরিষদে অনাস্থা ভোটে হেরে প্রধানমন্ত্রীর পদ হারিয়েছেন ইমরান খান।

এই সরকার পতনের জন্য যুক্তরাষ্ট্রের ষড়যন্ত্র রয়েছে বলে অভিযোগ করেন ইমরান ও তার দল। গত ৮ মার্চ বিরোধীরা পার্লামেন্টে অনাস্থা প্রস্তাব আনার পর থেকেই এ বিষয়ে বলে আসছেন ক্রিকেট মাঠ থেকে রাজনীতির মাঠে এসে পাকিস্তানের প্রধানমন্ত্রীর আসনে বসা ইমরান খান।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে ওয়াশিংটনের সঙ্গে সুর না মেলানোয় ইমরানের ওপর যুক্তরাষ্ট্র ক্ষুব্ধ হয়েছে বলে বলা হচ্ছে।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। ওই দিনই মস্কো সফরে গিয়েছিলেন ইমরান খান। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকও করেছিলেন তিনি।

এ সফরে কেন গেলেন, যুক্তরাষ্ট্র সেই প্রশ্ন তুলেছে বলে জানিয়েছিলেন ইমরান। এ ছাড়া যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক কর্মকর্তা ওয়াশিংটনে নিয়োজিত পাকিস্তানের রাষ্ট্রদূতকে ইমরান খানের বিষয়ে তার সরকারের নেতিবাচক মনোভাবের কথা জানিয়েছিলেন বলে একটি তারবার্তায় এসেছে বলে ইমরানের অভিযোগ।

ওই তারবার্তায় পাকিস্তানকে যুক্তরাষ্ট্রের ‘হুমকি’ দেওয়ার বিষয়টি উঠে এসেছে বলে গত ২৭ মার্চ এক জনসমাবেশে উল্লেখ করেন ইমরান।

জাতীয় পরিষদে অনাস্থা প্রস্তাব আনার পেছনে ওই হুমকির সংশ্লিষ্টতা রয়েছে বলে দাবি করেন ইমরান ও তার দল।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com