ভারতকে এবার মানবাধিকার লঙ্ঘন নিয়ে কঠোর বার্তা আমেরিকার!

0

এবার মানবাধিকার লঙ্ঘন নিয়ে ভারতকে কঠোর বার্তা দিল মার্কিন যুক্তরাষ্ট্র। ভারত ও আমেরিকার মধ্যকার মন্ত্রী পর্যায়ের বৈঠকে নজিরবিহীনভাবে নয়াদিল্লিকে এই বার্তা দিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। তিনি বলেন, ভারতের ক্রমবর্ধমান মানবাধিকার লঙ্ঘনের উপর নজর রাখছে আমেরিকা।

মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের প্রেক্ষিতে আমেরিকার পক্ষ থেকে এভাবে সরাসরি বার্তা এর আগে কখনও ভারতকে দেওয়া হয়নি।

ব্লিঙ্কেন বলেন, “আমরা নিয়মিত আমাদের ভারতীয় অংশীদারদের সাথে এই বিষয়ে আলোচনা করছি। মূল্যবোধের (মানবাধিকারের) সাথে জড়িত কিছু দিক লঙ্ঘন করছে কিছু সরকার, পুলিশ এবং কারাগারের কর্মকর্তারা। এই সংক্রান্ত সাম্প্রতিক কিছু ঘটনা আমাদের নজরে এসেছে।”

এর আগে মার্কিন কংগ্রেসের ডেমোক্র্যাট সদস্য ইলহান ওমার প্রশ্ন তুলেছিলেন নরেন্দ্র মোদির সরকারের উপর। তার বক্তব্য ছিল, “মোদি সরকার মুসলিমদের উপর আর কি করলে আমরা তাদের আমাদের পার্টনার ভাবা বন্ধ করব।” এই মন্তব্যের এক সপ্তাহের মধ্যেই ব্লিঙ্কেনের এই মন্তব্য। যদিও এই বিষয়ে বিস্তারিত আর কিছুই বলেননি ব্লিঙ্কেন।

উল্লেখ্য, ভারতের প্রতিরক্ষামন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মন্ত্রী পর্যায়ের ‘টু প্লাস টু’ বৈঠক শুরু হয়েছে সোমবার থেকে। সূত্র: রয়টার্সএনডিটিভিইন্ডিয়ান এক্সপ্রেস, পিটিআই, হিন্দুস্তান টাইমস

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com