আমরা প্রতিশোধ নেব না: ইমরানের বিদায়ের পর শাহবাজ শরিফ

0

পাকিস্তান মুসলিম লিগ -এনের সভাপতি শাহবাজ শরিফ শনিবার বলেছেন, সম্মিলিত বিরোধী দল কেন্দ্রে সরকার গঠন করার পর তাদের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে কোনো ধরনের প্রতিশোধ নেবে না বা কাউকে কারাগারে পাঠাবে না। তবে আইন নিজস্ব গতিতে চলবে।

পার্লামেন্টে অনাস্থা ভোটে হেরে ইমরান খানের পরাজয়ের পর সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ভাই শাহবাজ শরিফ বলেন, আত্মত্যাগের জন্য সবাইকে ধন্যবাদ জানাই। পাকিস্তানের ভিত্তি হচ্ছে সংবিধান ও আইনের শাসন।

তিনি বলেন, পাকিস্তানের ইতিহাসে হয়তো এবারই প্রথম দেশের কন্যা আর বোনদের কারাগারে পাঠানো হয়েছিল। তবে তিনি উল্লেখ করেন যে তিনি অতীত ভুলে ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে চান।

শাহবাজ বলেন, সময় এলে আমরা বিস্তাতি বলব। আমরা জাতির ক্ষত নিরাময় করতে চায়। আমরা নির্দোষ লোকজনকে কারাগারে ঢোকাব না। আমরা প্রতিশোধ গ্রহণ করব না।

তিনি বলেন, আমি বা বিলওয়াল বা মাওলানা ফজলুর রহমান কেউ হস্তক্ষেপ করব না। আইনের শাসন সমুন্নত রাখা হবে , বিচার বিভাগের প্রতি শ্রদ্ধা বজায় থাকবে।
সূত্র : জিও নিউজ

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com