চীনকে ঠেকাতে জাতিসংঘের প্রতি আহ্বান

0

চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় জিনজিয়াং প্রদেশে উইঘুরদের বিরুদ্ধে চীনের ‘অপরাধ’ মোকাবিলায় কার্যকর পদক্ষেপ গ্রহণে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছেন নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন পাওয়া উইঘুর আন্দোলনকর্মী আব্বাস। গত বুধবার জেনেভায় অনুষ্ঠিত ১৪তম ‘গণতন্ত্র ও মানবাধিকার’ বিষয়ক শীর্ষ অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

বার্তা সংস্থা এএনআই এক প্রতিবেদনে জানিয়েছে, রুশান আব্বাস চীনের হাতে আটক উইঘুর চিকিৎসক গুলশান আব্বাসের বোন।

রুশান বলেন, ‘একবিংশ শতাব্দীতে এসেও চীন এমন গণহত্যা চালাবে ও কনসেন্ট্রেশন ক্যাম্প বানাবে, কখনই তা ভাবিনি। অথচ একে ভোকেশনাল শিক্ষা বলে মিথ্যাচার করছে বেইজিং।’

বক্তৃতাকালে উইঘুর নারীদের নির্যাতনের বর্ণনা দিতে গিয়ে তিনি দাবি করেন, ‘উইঘুর নারীরা তাদের নিজের ঘরেই যৌন নির্যাতনের শিকার। এমনকি তাদের নিজ বিছানাতেই। তাদের দেহ যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। তারা জোরপূর্বক ধর্ষণ, বন্ধ্যাকরণ ও গর্ভপাতের শিকার হচ্ছেন।’

এই অ্যাক্টিভিস্ট আরও অভিযোগ করেন, ‘মানবতার বিরুদ্ধে চীনের এই যুদ্ধ হলো মূলত নারীর বিরুদ্ধে যুদ্ধ, শিশুদের বিরুদ্ধে যুদ্ধ, স্বাধীনতা, গণতন্ত্র এবং মানবিক মূল্যবোধের বিরুদ্ধে যুদ্ধ। তবুও বিশ্বের অনেক কিছু শান্ত রয়েছে।’

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com