গণপদত্যাগ করবেন পিটিআইয়ের এমপিরা!

0

প্রচণ্ড চাপে পড়া ক্ষমতাসীন পাকিস্তান তেহরিকে ইনসাফ (পিটিআই)-এর নেতা প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে পার্লামেন্টে অনাস্থা প্রস্তাবে একের পর এক নাটক মঞ্চায়ন হচ্ছে। নিজের দলের এমপিদের মধ্যে বিদ্রোহ, অনাস্থা প্রস্তাবকে অসাংবিধানিক ঘোষণা- পরে তা পুনর্বহাল, আবার এ প্রস্তাবে পার্লামেন্টে ভোট, ইমরান খানের স্ত্রী বুশরা বিবির ঘনিষ্ঠ বান্ধবী ফারাহ খানের অঢেল বিত্ত, অর্থ নিয়ে বিতর্ক- অস্যংখ্য ঘটনা সেখানে। এর মধ্যে সর্বশেষ অনাস্থা প্রস্তাবে ভোটের মুখে ইমরান খান। আজ শনিবার এই ভোট হওয়ার কথা পার্লামেন্টে। এর আগেরদিন শুক্রবার স্থানীয় সময় রাত সাড়ে নয়টায় জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন তিনি।

এদিনই পিটিআইয়ের রাজনৈতিক কমিটি পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় সরকারে, পাঞ্জাব, খাইবার পখতুনখাওয়া প্রদেশে পিটিআইয়ের এমপিদের একযোগ গণপদত্যাগ করার। এ বিষয়ে জানেন জিও টিভিকে এমন সূত্রগুলো এ তথ্য নিশ্চিত করেছেন। এতে বলা হয়েছে, শুক্রবার পিটিআইয়ের রাজনৈতিক কমিটির মিটিং হয়েছে।

তাতে সভাপতিত্ব করেছেন ইমরান খান। সেখানেই দলীয় এমপিদেরকে ওই পরামর্শ দেয়া হয়েছে। মিটিংয়ে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। বিদেশিদের ‘হুমকিমুলক চিঠির’ বিষয় প্রকাশ করে দেয়া ঠিক হবে কিনা তা নিয়ে পরামর্শ চাওয়া হয়। সূত্রের মতে, কমিটির সদস্যরা সিক্রেট অ্যাক্ট এবং বিচার বিভাগের নির্দেশনার আলোকে তাদের পরামর্শ দিয়েছেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com