হিজাব পরায় শিক্ষার্থীদের মারপিট, শাস্তির দাবি

0

নওগাঁর মহাদেবপুর উপজেলার দাউল বারবাকপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিকা আমোদিনী পাল হিজাব পরায় ছাত্রীদের শারীরিক নির্যাতন করেন। এর প্রতিবাদে মানববন্ধন করে ইসলামী আন্দোলন ও ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নওগাঁ জেলা শাখা।

শিক্ষিকার অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শুক্রবার দুপুর ২টার দিকে সংগঠনগুলোর নওগাঁ জেলা শাখার নের্তৃত্বে নওগাঁ শহরের লিটন ব্রিজের পাশের রাস্তায় মানববন্ধন করা হয়।

মোহাম্মদ আশরাফুল ইসলামের নের্তৃত্বে মানববন্ধনে বক্তারা বলেন, ৯২ ভাগ মুসলমানের দেশ বাংলাদেশে কেউ ইসলামের অবমাননা করবে আমরা সেটা মেনে নেব না, আমরা তার প্রতিবাদ করবোই।

আমরা শুধু রাজনৈতিক মতাদর্শের দিক দিয়েই নয়, ঈমানী দায়িত্ব হিসেবে আমরা আজকে মানববন্ধনে সমবেত হয়েছি।

ওই শিক্ষিকাকে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান না করা হলে ইসলামী আন্দোলন বাংলাদেশ নওগাঁ জেলা শাখা ও এর অঙ্গসংগঠন কর্তৃক আগামী ২২ এপ্রিল ২০২২ তারিখে মহাদেবপুর উপজেলায় গণমিছিল করা হবে বলেও মানববন্ধন হতে ঘোষণা প্রদান করা হয়।

মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নওগাঁ জেলা শাখার
সাধারণ সম্পাদক অধ্যাপক শহিদুল ইসলাম, সিনিয়র সদস্য মাওলানা আবদুর রহমান, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নওগাঁ জেলা শাখার সভাপতি হাফেজ ফরহাদ আলম, সাধারণ সম্পাদক মাওলানা আবু তালহা প্রমুখ।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com