জনগণের মাঝে আতঙ্ক তৈরি করতে উদ্দেশ্যমূলকভাবে ইশরাককে গ্রেফতার: প্রিন্স
জনগণের মধ্যে আতঙ্ক তৈরি করতে ইশরাক হোসেনকে উদ্দেশ্যমূলকভাবে গ্রেফতার করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
বুধবার (৬ এপ্রিল) বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাটের দলীয় কার্যালয়ে প্রতিবাদ সভায় তিনি এ মন্তব্য করেছেন।
অবিলম্বে ইশরাক হোসেনসহ গ্রেফতার বিএনপির নেতাকর্মীদের মুক্তির দাবি জানিয়ে প্রিন্স বলেন, লিফলেট বিতরণের মতো নিরীহ কর্মসূচি যারা সহ্য করতে পারে না, তারা কি না গণতান্ত্রিক সরকারের স্বীকৃতির জন্য বিশ্বের শক্তিধর রাষ্ট্রের কাছে ধরনা দেয়। নিত্যপ্রয়োজনীয় দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি রোধ করতে না পেরে সরকার জনদৃষ্টি ভিন্নখাতে প্রবাহিত করতে টিপ, গ্রেফতার, মিথ্যাচারসহ নিত্য নতুন নাটক সাজাচ্ছে।
তিনি আরও বলেন, রমজান মাসেও সরকারের ফ্যাসিবাদী আচরণ থেমে নাই। ভয়াবহ দুঃশাসনে জনগণের তীব্র প্রতিবাদের মুখে সরকার গ্রেফতার নির্যাতনের পথ বেছে নিয়েছে। আন্দোলন সংগ্রামের মধ্য দিয়েই সরকারের দমন নিপীড়নের জবাব দেওয়া হবে।
সভায় আরও উপস্থিত ছিলেন- হালুয়াঘাট উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, আবু হাসনাত বদরুল কবির, বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আমজাদ আলী, আবদুল আজিজ খান, মাইন উদ্দিন বাবুল, রফিকুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রুহুল আমিন খান, পৌর আহ্বায়ক মেহেদী হাসান দুলাল, উত্তর জেলা ছাত্র দলের সহসভাপতি আসাদুজ্জামান আসিফ, ছাত্র দলের উপজেলা আহ্বায়ক নাইমুর আরেফিন পাপনসহ অন্যান্য নেতাকর্মী।