ইশরাক প্রতিহিংসার শিকার: সালাম
বিএনপি’র আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য প্রকৌশলী ইশরাক হোসেনকে গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দলের চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র আহবায়ক আবদুস সালাম। বুধবার (৬ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা জানান।
বিবৃতিতে জনাব আবদুস সালাম বলেন, দেশে এখন চলছে কর্তৃত্ববাদী শাসন। জনবিচ্ছিন্ন আওয়ামী লীগ সরকার দেশের আইন-আদালত ও প্রশাসনকে হাতের মুঠোয় নিয়ে বিএনপি নেতাকর্মীদের ওপর সীমাহীন জুলুম-নির্যাতন শুরু করেছে। আজ প্রকৌশলী ইশরাক হোসেনকে গ্রেফতার সেই জুলুম-নির্যাতনেরই অংশ।
সালামের দাবি, প্রকৌশলী ইশরাক হোসেন একজন সাহসী ও বলিষ্ঠ বিএনপি নেতা। আর এ কারণেই তিনি সরকারের রাজনৈতিক প্রতিহিংসার শিকার হলেন।