বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক আটক
দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে জনসচেতনামূলক লিফলেট বিতরণের সময় মতিঝিল থানা পুলিশের হাতে আটক হয়েছেন ঢাকা মহানগর দক্ষিণে বিএনপির মেয়র প্রার্থী ও মহানগর দক্ষিণ বিএনপির ১ নম্বর সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।
বুধবার (৬ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে মহানগর দক্ষিণ শ্রমিকদলের উদ্দ্যোগে লিফলেট বিতরণকালে তাকে আটক করা হয়।
বিষয়টি জানিয়েছেন মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম। তবে কোন মামলায় তাকে আটক করা হয়েছে সে তথ্য নিশ্চিত করতে পারেন নি তিনি।