দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে ​প্রেসক্লাবে প্রতীকী অনশন, জড়ো হচ্ছেন নেতা-কর্মীরা

0

দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে কিছুক্ষণের মধ্যেই শুরু হতে যাচ্ছে বিএনপি প্রতীকী অনশন। ইতিমধ্যেই নগরীর বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা প্রেসক্লাবের সামনে জড়ো হওয়া শুরু করেছেন।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি ও উত্তর বিএনপি এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। ঢাকা উত্তর বিএনপি’র আহবায়ক আমান উল্লাহ আমান এই প্রতীকী অনশনে সভাপতিত্ব করবেন।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে ঢাকা মহানগর বিএনপি’র উদ্যোগে প্রতীকী অনশনের প্রস্তুতি শেষ নেতাকর্মীরাও আসছে ব্যাপকভাবে। অনুষ্ঠানে বিএনপির জাতীয় নেতৃবৃন্দ, বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। সকাল ৯ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত এই কর্মসূচি চলবে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com