ইফতার কর্মসূচি চূড়ান্ত করলো বিএনপি
পবিত্র রমজান উপলক্ষে ইফতার কর্মসূচি চূড়ান্ত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।
দলটি পুরো রমজান মাসজুড়ে বিভিন্ন স্থানে ইফতারের আয়োজন করবে। শায়রুল কবির খান জানান, পহেলা রমজান এতিম আলেম ওলামাদের সম্মানে বিএনপি’র ইফতার পর্ব লেডিস ক্লাবে অনুষ্ঠিত হবে।
এছাড়া ১২ এপ্রিল কূটনীতিকদের সম্মানে হোটেল ওয়েষ্টিনে, ২০ এপ্রিল রাজনীতিকদের সন্মানে হোটেল লেক শোরে ও ২৮ এপ্রিল পেশাজীবীদের সন্মানে লেডিস ক্লাবে ইফতারের আয়োজন করবে বিএনপি।