সিলেটে এমসি কলেজের মাঠ রক্ষায় মানববন্ধন

0

সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজের মাঠ রক্ষার্থে মানববন্ধন করেছেন শিক্ষকসহ সাধারণ শিক্ষার্থীরা।

বুধবার এমসি ছাত্রাবাসের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে একাত্মতা পোষণ করেন মুরারিচাঁদ কলেজের অধ্যক্ষ মো. সালেহ আহমদ, উপাধ্যক্ষ পান্না রানী দে, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক তৌফিক ইয়াজদানীসহ অন্য শিক্ষকরা।

মানববন্ধনে বক্তারা বলেন, মাঠ রক্ষার্থে আমরা বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, ডিআইজি, মেট্রোপলিটন কমিশনার, শিক্ষা মন্ত্রণালয়, মহাপরিচালকসহ বিভিন্ন দপ্তরে এমসি কলেজের মাঠ রক্ষার জন্য স্মারকলিপি দেওয়া হয়েছে। শিক্ষকসহ শিক্ষার্থীদের আজ ক্লাসে থাকার কথা, কিন্তু একটি কুচক্রী মহলের হাত থেকে অত্র কলেজের মাঠকে রক্ষা করতে আমরা রাস্তায় এসে দাঁড়িয়েছি। এটি কোনো ব্যক্তিমালিকানাধীন জায়গা নয়, এটি সরকারি জায়গা।

বক্তারা বলেন, মানুষের যাতায়াতের সুবিধার জন্য এমনিতেই রাস্তা ছেড়ে দেওয়া হয়েছে। কিন্তু রাতের আঁধারে মাঠের বাউন্ডারির ভেতরে এসে ড্রেন করার নামে প্রায় ১০ ফুট প্রস্থ এবং ৫৯৪ ফুট দৈর্ঘ্য খাল খনন অযোক্তিক।

এতেও কোনো সমাধান না এলে সিলেটের সর্বস্তরের মানুষকে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলা এবং প্রয়োজন হলে উচ্চ আদালতে যাওয়ার হুমকি দেওয়া হয় মানববন্ধন কর্মসূচি থেকে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com