‘নব্বইয়ের চেতনায় আরও একটি গণঅভ্যুত্থান করতে হবে’
নব্বইয়ের চেতনায় আরও একটি গণঅভ্যুত্থান সৃষ্টির কথা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান।
শনিবার (১৯ মার্চ) দুপুরে বগুড়ার গাবতলী পৌর বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। দীর্ঘ ১১ বছর পর অনুষ্ঠিত স্থানীয় মাদরাসা মাঠে এ সম্মেলনের উদ্বোধন করেন জেলা বিএনপির আহ্বায়ক রেজাউল করিম বাদশা।
আমান উল্লাহ বলেন, আওয়ামী লীগের মন্ত্রী-এমপিরা সিন্ডিকেট করে জিনিসপত্র আমদানি করে ঘরে রেখে দাম বাড়ার লুটপাট ও দুর্নীতি করছে। এ থেকে জনগণকে মুক্তি পেতে হলে গণতান্ত্রিক ও জবাবদিহি সরকার দরকার। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে নব্বইয়ের চেতনায় আরও একটি গণঅভ্যুত্থান সৃষ্টি করতে হবে। সেই গণঅভ্যুত্থানে শেখ হাসিনাকে সরাবোই। আন্দোলনের মাধ্যমে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায় করে তবেই বিএনপি নির্বাচনে অংশ গ্রহণ করবে
তিনি আরও বলেন, পার্লামেন্ট থেকে সংসদ সদস্যদের জনগণ বের করে নিয়ে আসবে কিছু দিনের মধ্যেই। ভোটারবিহীন সংসদ সদস্যরা মন্ত্রী হয়েছেন, তাদেরও সচিবালয় থেকে বের করে নিয়ে আসবে দেশের জনগণ।
ডা. ছাবেদ আলী সরকারের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন- বিএনপি নেতা হেলালুজ্জামান তালুকদার লালু, ওবায়দুর রহমান চন্দন, ফজলুল বারী তালুকদার বেলাল, অ্যাডভোকেট একেএম সাইফুল ইসলাম, আলী আজগর হেনা, এম আর ইসলাম স্বাধীন, মাফতুন আহম্মেদ খান রুবেল, মোর্শেদ মিল্টন, মেয়র সাইফুল ইসলাম।
সম্মেলন শুরুর আগে সকাল ৯টা থেকে বেলা ১১টা ৫০ মিনিট পর্যন্ত ভোটের মাধ্যমে কাউন্সিল অনুষ্ঠিত হয়। ৬৩৯ জন কাউন্সিলর তাদের ভোট প্রদান করেন। সম্মেলন শেষে ভোটের ফলাফল ঘোষণা করেন প্রধান অতিথি আমান উল্লাহ আমান।
ভোটে কায়দুজ্জোহা টিপু সভাপতি, আব্দুর রহিম পিন্টু সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম ও তাজুল ইসলাম নির্বাচিত হয়েছেন।