আ.লীগ সরকারের বিদায় ঘণ্টা বেজে উঠেছে: রব
ডাকসুর সাবেক ভিপি ও জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, সীমাহীন অর্থ লুণ্ঠন ও পাচার, অভ্যন্তরীণ বিশৃঙ্খলা ও ভূ-রাজনৈতিক বাস্তবতায় সরকারের বিদায় ঘণ্টা বেজে উঠেছে।
তিনি বলেন, অপশাসনের বিরুদ্ধে গণ আন্দোলন সৃষ্টির লক্ষ্যে বৃহত্তর জাতীয় ঐক্য গড়ে তোলা এখন অপরিহার্য হয়ে পড়েছে।
রব বলেন, বাংলাদেশে কর্তৃত্ববাদী শাসন প্রতিষ্ঠিত হওয়ায় মুক্তিযুদ্ধের চেতনা ভিত্তিক রাষ্ট্র বিনির্মাণের সকল সম্ভাবনার অপমৃত্যু হচ্ছে।
তিনি বলেন, মুক্তিযুদ্ধের মাধ্যমে রাজনৈতিক, অর্থনৈতিক মুক্তি এবং সমাজ রূপান্তরের যে সম্ভাবনা সৃষ্টি হয়েছিল তা ১৯৭২ সালেই আওয়ামী লীগ বিনষ্ট করে দেয়। সে প্রক্রিয়া আজও অব্যাহত আছে।
মুক্তিযুদ্ধের চেতনাভিত্তিক গণমুখী রাষ্ট্রব্যবস্থা প্রবর্তনের প্রতি আ.লীগ সরকার কখনো মনোযোগ দেয়নি মন্তব্য করে রব বলেন, এখন গণতন্ত্রহীনতা এবং নাগরিক জীবনের ওপর রাষ্ট্রের সর্বময় কর্তৃত্ব প্রতিষ্ঠা করে রাষ্ট্রকে জনগণ থেকে বিচ্ছিন্ন করা হয়েছে।