‘ভুয়া’ তথ্য দিয়ে বীর মুক্তিযোদ্ধা হওয়ার চেষ্টা ‘লজ্জাজনক’
গত মঙ্গলবার বিএনপির স্থায়ী কমিটির ভার্চ্যুয়াল সভায় বীর মুক্তিযোদ্ধা হিসেবে অর্থমন্ত্রীর আবেদন বাতিল হওয়া নিয়ে আলোচনা হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় দলের স্থায়ী কমিটির ১০ জন সদস্য অংশ নেন।
বৈঠকের আলোচনা ও অর্থমন্ত্রীর পদত্যাগ দাবির বিষয়টি গণমাধ্যমে সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে জানিয়েছে বিএনপি।
বিএনপির স্থায়ী কমিটি মনে করে, একজন মন্ত্রী হিসেবে ভুয়া তথ্য প্রদান করা অপরাধমূলক কাজ। মুক্তিযোদ্ধা তালিকা প্রণয়নে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের দুর্নীতি ও ব্যর্থতা এবং রাজনৈতিক প্রতিহিংসার কারণে প্রকৃত মুক্তিযোদ্ধাদের বাদ দিয়ে দলীয় ব্যক্তিদের তালিকাভুক্তির প্রচেষ্টার তীব্র নিন্দা জানিয়েছে দলটি। একই সঙ্গে প্রকৃত মুক্তিযোদ্ধাদের নাম তালিকাভুক্ত করার দাবি জানিয়েছে বিএনপি।