অর্থমন্ত্রীর পদত্যাগ দাবি বিএনপির

0

মুক্তিযোদ্ধা হিসেবে গেজেটভুক্তির আবেদন বাতিল হওয়া ইস্যুতে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের পদত্যাগ দাবি করেছে বিএনপি।

দলটির পক্ষ থেকে বলা হয়েছে, বর্তমান সরকারের অর্থমন্ত্রী ভুয়া তথ্য দিয়ে মুক্তিযোদ্ধা হিসেবে গেজেটভুক্তির যে আবেদন করেছিলেন, তা বাতিল হওয়ার বিষয়টি ‘লজ্জাজনক ও কলঙ্কময়’।

বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সভায় অর্থমন্ত্রীর এ পদত্যাগ দাবির সিদ্ধান্ত নেওয়া হয়।

বৃহস্পতিবার (১৭ মার্চ) দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ দাবির বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারের একজন মন্ত্রী (অর্থমন্ত্রী) হিসেবে ভুয়া তথ্য দেওয়াকে অপরাধমূলক কাজ বলে মনে করা হয়। এ ধরনের দায়িত্বশীল পদে থেকে জালিয়াতির মাধ্যমে মুক্তিযোদ্ধা হিসেবে গেজেটভুক্ত হওয়ার প্রচেষ্টার দায়ে সভা তার পদত্যাগ দাবি করে।

সভার বরাত দিয়ে বিজ্ঞপ্তিতে মুক্তিযোদ্ধা তালিকা প্রণয়নের ক্ষেত্রে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের দুর্নীতি ও ব্যর্থতার জন্য এবং রাজনৈতিক প্রতিহিংসার কারণে ভিন্নমত পোষণকারী প্রকৃত মুক্তিযোদ্ধাদের বাদ দিয়ে দলীয় ব্যক্তিদের মুক্তিযোদ্ধা তালিকায় অর্ন্তভুক্তিকরণের প্রচেষ্টার তীব্র নিন্দা জানানো হয়।

সভায় ভুয়া মুক্তিযোদ্ধা তালিকা বাতিল করে প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্ত করার দাবিও জানানো হয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com