ভারতের হাইকোর্টে হিজাব নিষিদ্ধের পক্ষে রায়
অল ইন্ডিয়া মজলিশ-ই-ইত্তেহাদুল মুসলেমিন (মিম)-এর প্রধান আসাদউদ্দিন ওয়াইসি ভারতের কর্ণাটক রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব নিষেধাজ্ঞা বহাল রাখার সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় বলেছেন তিনি কর্ণাটক হাইকোর্টের সিদ্ধান্তের সাথে একমত নন।
আসাদুদ্দিন ওয়াইসি টুইটারে এক বিবৃতিতে বলেছেন, “কর্নাটক হাইকোর্টের সিদ্ধান্তের সাথে দ্বিমত করার অধিকার আমার আছে।”
তিনি বলেন, আমি আশাকরি আবেদনকারীরা সুপ্রিমকোর্টে আপিল করবেন। একই সাথে আশাকরি অল ইন্ডিয়া মজলিস পার্সোনাল ল বোর্ড এবং ধর্মীয় সংগঠনগুলিও এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবে।
উল্লেখ্য; শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাব নিষিদ্ধের পক্ষে রায় দিয়েছে ভারতের কর্ণাটক রাজ্যের হাইকোর্ট। মঙ্গলবার (১৫ মার্চ) কর্ণাটক হাইকোর্ট এই রায় দেয়।
এদিন শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাব পরায় হিন্দুত্ববাদী বিজেপি সরকারের নিষেধাজ্ঞাকে সমর্থন করে কর্ণাটক হাইকোর্ট বলেছে, আমাদের মতে, ইসলাম ধর্মে মুসলিম নারীদের হিজাব পরা বাধ্যতামূলক নয়। স্কুল ইউনিফর্মের বাধ্যবাধকতা যৌক্তিক এবং শিক্ষার্থীরা এ নিয়ে আপত্তি জানাতে পারে না। এ ধরনের আদেশ জারি করার ক্ষমতা রাজ্য সরকারের রয়েছে।
সূত্র : ডেইলি জং