দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে নেত্রকোনায় বিএনপির সমাবেশ

0

বিদ্যুৎ, গ্যাস, চাল, ডাল, তেলসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়ার প্রতিবাদে এবং টিসিবির মাধ্যমে স্বল্প মূল্যে সব জায়গায় পণ্য সরবরাহের দাবিতে নেত্রকোনায় বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি।

মঙ্গলবার (১৫ মার্চ) দুপুর ১২টার দিকে কুরপাড়স্থ খেলার মাঠে জেলা বিএনপি এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।

জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হকের সভাপতিত্বে সদস্য সচিব ড. রফিকুল ইসলাম হিলালীর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির ময়মনসিংহ বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ওয়ারেছ আলী মামুন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মাহফুজুল হক, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের তালুকদার, যুগ্ম আহ্বায়ক মজিবুর রহমান খান, এস এম মনিরুজ্জামান দুদু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন রিপন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোলায়মান হাসান রুবেল, জেলা তাঁতিদলের সভাপতি আজিজুল হক, জেলা শ্রমিকদলের ভারপ্রাপ্ত সভাপতি আকিকুর রেজা খোকন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম মোয়াজ্জেম হোসেনসহ বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com