দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি: গাইবান্ধায় তাঁতী দলের বিক্ষোভ সমাবেশ
দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি ও খালেদা জিয়ার মুক্তির দাবিতে গাইবান্ধা জেলা তাঁতী দলের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ মার্চ) দুপুর ১২ টায় শহরের সার্কুলার রোডে অবস্থিত জেলা বিএনপি কার্যালয়ের সামনে তাঁতীদল জেলা শাখা আয়োজনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুর নবী, জেলা কৃষক দলের আহ্বায়ক ইলিয়াস হোসেন, জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান নাদিম, জেলা বিএনপির সহ-সভাপতি মোরশেদ হাবিব, তাঁতীদল জেলার সদস্যসচিব সাজ্জাদ হোসেন পল্টন, যুবদল নেতা আলামিন, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা মৌসুমী তমা প্রমুখ।
বক্তারা বলেন, আজকের সারাদেশে নীরব দূর্ভিক্ষ চলছে। সরকার নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম না কমিয়ে বিরোধী দল দমনে তাদের পেটোয়া পুলিশ বাহিনী লেলিয়ে দিয়েছে। অন্যায় ভাবে খালেদা জিয়াকে গৃহবন্দি করে রাখা হয়েছে। যেখানে মানুষ না খেয়ে থাকে। তাদের দলের নেতারা হাজার হাজার কোটি টাকা লুটপাট করছে।
তারা আরও বলেন, সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে এই ভোট চোর সরকারকে ক্ষমতাচ্যুত করা হবে।
আগামী দিনে কেন্দ্রীয় নির্ধারিত সকল কর্মসূচীতে গাইবান্ধার সর্বস্তরের জনগণকে অংশগ্রহণ করার আহ্বান জানানো হয় এই সমাবেশ থেকে।