নতুন নীতিমালায় প্রাইভেসি থাকবে না: মির্জা ফখরুল
‘আজকে মানবাধিকার এমন পর্যায়ে গেছে যেখানে মানুষের কথা বলার কোন স্বাধীনতা নেই বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ডিজিটাল সিকিউরিটি আইন এরমধ্যে আবার নতুন নীতিমালা তৈরি করা হয়েছে, এই নীতিমালা হলে আমরা মোবাইলে যে কথা বলি সে কথাও নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।
তিনি আরও বলেন, আমাদের প্রাইভেসি বলতে কিছু থাকবে না। তাই আমাদের এই জাতিকে যদি রক্ষা করতে হয়। তাহলে ১৯৭১ সালের যে আশা-আকাঙ্ক্ষা নিয়ে অগণিত মানুষ যারা প্রাণ দিয়েছেন। তাদের স্বপ্ন বাস্তবায়ন করতে হলে অবশ্যই সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। সমস্ত জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে। রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ করে গণঅভ্যুত্থানের মাধ্যমে এই ভয়াবহ ফ্যাসিস্ট দানবীয় সরকারকে পরাজিত করে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।’
গতকাল সোমবার (১৪ মার্চ) জাতীয় প্রেসক্লাবে এক স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপি মহাসচিব বলেন, দ্রব্যমূল্য বৃদ্ধির ফলে মানুষের জীবন দুর্বিষহ হয়ে পড়েছে আর সরকার এসব অস্বীকার করছে। তাদের মন্ত্রীরা হেসে হেসে বলে আরে দাম যেমন বেড়েছে মানুষের ক্রয় ক্ষমতাও তো বেড়েছে। কারা এরা? এরা জিডিপির শুভঙ্করের ফাঁকি দেয়। অবলীলায় তারা মানুষের সাথে প্রতারণা করছে ধোঁকা দিচ্ছে’।
নির্বাচন কমিশন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘অতীতের মতো আরেকটা নির্বাচন কিভাবে করা যায় সে জন্য তারা নতুন নির্বাচন কমিশন গঠন করেছে। এই বার মানুষ আর সেটা শুনবে না মানবে না। মানুষ রুখে দাঁড়াচ্ছে রুখে দাঁড়াবে ই্নশা-আল্লাহ্। আমরা বিশ্বাস করি বাংলাদেশের মানুষ কখনো পরাজিত হয়নি, দেশের মানুষ গণতন্ত্র প্রতিষ্ঠা করতে বুক ফুলে দাঁড়াবে।’