আইনের শাসনকে মাটি চাপা দেয়ায় আওয়ামী সরকারের বিচার এদেশের মাটিতেই হবে: বিএনপি
আইনের শাসনকে মাটি চাপা দেয়ায় আওয়ামী সরকারের বিচার এদেশের মাটিতেই হবে বলে হুঁশিয়ারী করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
গত ১১ মার্চ ২০২২ তারিখ বেলা ১১: ৩০ টার সময় পটুয়াখালী জেলাধীন দুমকি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আল-আমিন মাহমুদ নেসার ও তার বড় ভাই লেবুখালী ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক সোহরাব মাস্টার এবং আগের দিন ১০ মার্চ ২০২২ তারিখ বিকাল ৫ টায় লেবুখালী ইউনিয়ন ছাত্রদল নেতা ইনসাফ শিকদারের ওপর আওয়ামী সশস্ত্র সন্ত্রাসীরা অতর্কিত আক্রমণ চালিয়ে তাদের কুপিয়ে জখম করে। এই রক্তাক্ত নারকীয় ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।