তিনি বলেন, ‘সরকার জনগণের দ্বারা নির্বাচিত নয় বলেই দুর্নীতি করে হাজার হাজার কোটি টাকা পাচার করছে। এদের বিচার বাংলার মাটিতেই জনগণ করবে।’
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে রবিবার বগুড়া জেলা যুবদল আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। জেলা বিএনপির কার্যালয়ের সামনে এ বিক্ষোভ সমাবেশে অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশের ১৮ কোটি মানুষ জেগে উঠেছে। রাজপথে আন্দোলনের মাধ্যমেই জালিম সরকারের পতন হবে।
তিনি বলেন, সরকার সকল ক্ষেত্রে ব্যর্থ। এই সরকার টিকে আছে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে। বিএনপি, ছাত্রদল, যুবদল,স্বেচ্ছাসেবক দলের প্রায় ৭ শতাধিক নেতা-কর্মীকে গুম করছে। মিথ্যা মামলা দিয়ে নেতাকর্মীদের কারাগারে নিচ্ছে। মিথ্যা মামলা-হামলা, গুম করে আওয়ামী বাকশালীদের শেষ রক্ষা হবে না।
বগুড়া জেলা যুবদলের আহ্বায়ক খাদেমুল ইসলাম খাদেমের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলমের পরিচালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা বিএনপির আহ্বায়ক ও পৌর মেয়র রেজাউল করিম বাদশা, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট সাইফুল ইসলাম, ফজলুল বারী তালুকদার বেলাল, মোশারফ হোসেন এমপি, নাজমুল হক নাজু, মাহফুজ উন নবী ডন প্রমুখ।
Recover your password.
A password will be e-mailed to you.