বাংলাদেশকে দুর্বৃত্তদের আস্তানায় পরিণত করেছে বর্তমান সরকার: মির্জা ফখরুল

0

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, বাংলাদেশকে এখন দুর্বৃত্তদের আস্তানায় পরিণত করেছে বর্তমান সরকার। ক্ষমতাসীন দলের সশস্ত্র ক্যাডাররা দেশের বিভিন্ন এলাকায় ডাকাতদের মতো আস্তানা গড়ে তুলেছে।

তিনি বলেন, সরকার অত্যন্ত যত্নসহকারে নিজের দলের দুর্বৃত্তদের লালন-পালন করে আসছে। আইন, প্রশাসন, বিচার সবকিছু সরকারের নিয়ন্ত্রণে বলে দুর্বৃত্তরা জনপদের পর জনপদে বিরোধী দলসহ সাধারণ মানুষের রক্ত ঝরাচ্ছে।

রোববার (১৩ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন বিএনপি মহাসচিব।

বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, দ্রব্যমূলের ঊর্ধ্বগতি, আইনশৃঙ্খলার অবনতিসহ চারদিকে যে ভয়ানক নৈরাজ্য তৈরি হয়েছে সেটির জন্য দায়ী বর্তমান আওয়ামী সরকার। নিত্যপ্রয়োজনীয় জিনিস কিনতে না পেরে সাধারণ মানুষের আহাজারি আর হাহাকারে আকাশ-বাতাস ভারী হয়ে উঠেছে। মধ্যম ও নিম্ন আয়ের মানুষ অনাহারে-অর্ধাহারে দিন কাটাচ্ছে। দুঃশাসনের যাঁতাকলে পিষ্ট জনগণের কথা আড়ালে রাখার জন্যই সরকার নিজেদের ক্যাডারদের দিয়ে দেশব্যাপী সন্ত্রাসের পরিকাঠামো তৈরি করেছে।

তিনি বলেন, মিথ্যাচার আর অসত্য ভাষণকে অবলম্বন করে ক্ষমতাসীনরা মনে করছে তারা চিরদিন টিকে যাবে। মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেছে। সারাদেশে এই অবৈধ সরকারকে প্রতিরোধ করার জন্য জনগণ সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছে।

জনগণের উত্তাল প্রবাহ তাদের দিকে ধেয়ে আসছে। গণতন্ত্র ধ্বংস, আইনের শাসনকে মাটিচাপা দেওয়া, মানুষের জানমালের নিরাপত্তাকে হুমকির মধ্যে ফেলার জন্য আওয়ামী সরকারের বিচার এদেশের মাটিতেই হবে, যোগ করেন মির্জা ফখরুল।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com