উত্তেজনা কমাতে যুক্তরাষ্ট্রের সাথে সংলাপে বসতে সম্মত রাশিয়া
এমন উত্তেজনা পূর্ণ মহুর্তেও যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার আলোচনা হতে পারে তবে তা কেবল
নিরাপত্তা ইস্যু ও কৌশলগত অস্ত্র হ্রাস বিষয়ে। রাশিয়ার ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী সেরগেই রিয়াবকোভ চ্যানেল ওয়ানকে এমনটি বলেছেন বলে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম রিয়া নোভাস্তি তাদের প্রতিবেদনে জানিয়েছে।
রুশ ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র যদি চায় তবে আমরা অবশ্যই আবারও আলোচনায় বসতে প্রস্তুত। এসটিএআরটি নিয়েও কাজ করতে চাই, যেটি বন্ধ রয়েছে। এটি নির্ভর করছে ওয়াশিংটনের ওপর।’
রাশিয়ার ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী জানান, রাশিয়া আলোচনা বন্ধ করেনি বরং ওয়াশিংটনই তা বন্ধ করেছে। মনে হচ্ছে, ওয়াশিংটনের চেয়ে এই আলোচনা আমাদের জন্যই জরুরি, আসলে বিষয়টি তেমন নয়।’
এদিকে, যুক্তরাজ্য, ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ এবং জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎজের সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শিগগিরই ফোনে কথা বলবেন বলে জানা গেছে। ফোনালাপের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। ফ্রান্সের এলিসি প্রাসাদের বরাত দিয়ে শনিবার এমনটি জানিয়েছে সিএনএন।