অবৈধ আওয়ামী লীগ সরকারের পতন ঘটানোর জন্য যুবদলের নেতাকর্মীরা প্রস্তুত: টুকু
অবৈধ আওয়ামী লীগ সরকারের পতন ঘটানোর জন্য জাতীয়তাবাদী যুবদলের নেতাকর্মীরা প্রস্তুত বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুলতান সালাহ উদ্দিন টুকু।
গতকাল বৃহস্পতিবার নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যে বৃদ্ধির প্রতিবাদে রংপুর বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
টুকু বলেন, ‘আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে, লুটপাট করে। শেখ মুজিবুর রহমান আক্ষেপ করে বলেছিলেন, আমার নেতাকর্মীরা সবাই চোর আমার কম্বলটাও পেলাম না। আওয়ামী লীগের সামনে চোর, পেছনে চোর। আওয়ামী লীগ হলো চোরের খনি। আওয়ামী লীগ ও তার অঙ্গ সহযোগি সংগঠনের নেতাকর্মীরা হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সৈনিকেরা বেঁচে থাকতে এ দেশে অন্যায় করে কেউ পার পাবে না।’
তিনি বলেন, ‘তলাবিহীন ঝুড়ি থেকে বাংলাদেশকে স্বনির্ভর দেশে পরিণত করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। বাংলাদেশ অর্থনীতির মূল স্তম্ভ তৈরি করে গেছেন জিয়াউর রহমান। আমাদের জনগণের এ কষ্ট দূর করতে হবে। এ জন্য সবাই ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনের মাধ্যমে সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে নির্দলীয় সরকার ও নির্দলীয় নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন দিতে বাধ্য করতে হবে।’
রংপুর মহানগর যুবদলের সভাপতি অ্যাডভোকেট মাহফুজ উন নবী ডনের সভাপতিত্বে এবং রংপুর মহানগর যুবদলের সাধারণ সম্পাদক লিটন পারভেজ ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক সামসুল হক ঝন্টুর পরিচালনায় অনুষ্ঠিত
সমাবেশে বক্তব্য দেন কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি যুবদল রুহুল আমিন আকিল, চৌধুরী মহেবুল্লাহ আবু নুর, সহসাধারণ সম্পাদক নাজমুল আলম নাজু, সহসাংগঠনিক সম্পাদক মাহবুব হোসেন তুহিন প্রমুখ।