টিসিবির লাইন ৭৪’এর লঙ্গরখানার কথা স্মরণ করিয়ে দিচ্ছে: সোহেল

0

বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল বলেছেন, ৭৪’এর লঙ্গরখানার লম্বা লাইনের কথা আমাদের স্মরণ করিয়ে দিচ্ছে আজকের টিসিবির লম্বা লাইন। আওয়ামী লীগের চরিত্র ঠিক আগের মতোই আছে। তখন মানুষ দ্রব্যমূল্য নিয়ে হিমশিম খেয়েছে, এখনো তাই। পার্থক্য শুধু এখন ডিজিটাল চুরি। দুর্নীতির মাধ্যমে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করছে।

তিনি গতকাল বৃহস্পতিবার সকালে নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয় মাঠে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা যুবদলের উদ্যোগে সরকারের দুর্নীতি এবং অব্যবস্থাপনার কারণে চাল, ডাল, তেল, গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

হাবিব-উন-নবী খান সোহেল বলেন, এ দেশের ইতিহাস এখন আইন আদালত কর্তৃক নির্ধারিত হয়। আমাদের সংসদে আজ গরিব-দুঃখী মানুষের ভাগ্য উন্নয়নের আলোচনার পরিবর্তে গান বাজনা হয়। আমাদের বিনা ভোটের এমপি মন্ত্রীদের কথাবার্তা এখন দেশবাসীর হাসির খোরাক।

চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা: শাহাদাত হোসেন,
কেন্দ্রীয় যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, সদস্য সচিব আবুল হাশেম বক্কর ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান, কেন্দ্রীয় যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান মাসুদ, উত্তর জেলা যুবদলের সভাপতি হাসান জসিম, দক্ষিণ জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ শাহজাহান, দক্ষিণ জেলা সাধারণ সম্পাদক মোহাম্মদ আজগর, উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক এস এ মুরাদ চৌধুরী প্রমুখ।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com