নির্দলীয় নিরপেক্ষ সরকার ছাড়া কোনো আলোচনা নয়: আমীর খসরু
বর্তমান সরকারকে ‘অবৈধ’ আখ্যা দিয়ে নির্দলীয় নিরপেক্ষ সরকার ছাড়া কারো সাথে আলোচনা করার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
গতকাল বৃহস্পতিবার (১০ মার্চ) বিকেলে চট্টগ্রাম নগরীর নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ের মাঠে মহানগর মহিলাদলের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
আমীর খসরু বলেন, আওয়ামী লীগ সবসময় দেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। এদেশের মানুষের ভোট কেড়ে নেওয়ার ষড়যন্ত্র, বিচার বিভাগকে কুক্ষিগত করে ক্ষমতায় থাকার ষড়যন্ত্র, সরকারের কর্মকর্তাদের ব্যবহার করে ক্ষমতায় থাকার ষড়যন্ত্র, তদুপরি আগামী নির্বাচনেও ভোটচুরির ষড়যন্ত্র শুরু করেছে আওয়ামী লীগ। সব ভোট চোররা আজ এক জায়গায় যুক্ত হয়েছে। কিছু দুর্নীতিবাজ কর্মকর্তাদের নিয়ে সরকার একটা রেজিম তৈরি করেছে। এরা সরকার নয়, এরা দখলদার। এ সরকারের হাত থেকে দেশকে মুক্ত করতে হবে।
তিনি বলেন, আজ গুম-খুন-হত্যার সঙ্গে আওয়ামী লীগ জড়িত। তাদের বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে নিষেধাজ্ঞা আরোপ হয়েছে। আওয়ামী লীগের সঙ্গে দেশ ও দেশের বাইরে কেউ নেই। বাংলাদেশের জনগণ নেই, আর বাহিরে গণতন্ত্রকামী কেউ নেই।
তিনি বলেন, আগামী ছয় মাস থেকে একবছর গুরুত্বপূর্ণ সময় অতিক্রম করবো। এসময়ের মধ্যে এ সরকারের হাত থেকে দেশকে মুক্ত করতে হবে। একটি অবৈধ অনির্বাচিত সরকারকে আর সময় দেওয়া যাবে না। আমরা আন্দোলনে নেমে গেছি, শেখ হাসিনার পতন না হওয়া পর্যন্ত আন্দোলন বন্ধ হবে না।
তিনি আরও বলেন, এ আন্দোলনের জন্য মহিলাদের তৈরি হতে হবে। শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলনে মহিলাদের ভূমিকা রাখতে হবে। আগামী দিনে আরও কঠিনভাবে রাজপথে থাকতে হবে। দেশের প্রতিটি কোণায় আন্দোলন ছড়িয়ে দিতে হবে। জনগণও আন্দোলনের জন্য প্রস্তুত আছে।
সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে কেন্দ্রীয় মহিলাদলের সভাপতি আফরোজা আব্বাস বলেন, এ দেশের গণতন্ত্র ফিরিয়ে আনার একমাত্র পথ বর্তমান সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকারের অধীনে ক্ষমতা হস্তান্তর, সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন কমিশনের অধীনে একটি অবাধ, নিরপেক্ষ অংশগ্রহণমূলক একটি নির্বাচন। তিনি চট্টগ্রামের মহিলাদলকে রাজপথে অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনগণের নাভিশ্বাস উঠেছে। প্রতিদিনই বাড়ছে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য। ক্রমাগত এই দ্রব্যমূল্যের বৃদ্ধিতে দিশেহারা মানুষ। সরকার জনগণের কথা চিন্তা করছে না। দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতিতে সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। সরকার মেগা প্রকল্পের মাধ্যমে মেগা দুর্নীতি করছে।
কেন্দ্রীয় মহিলাদলের যুগ্ম সম্পাদক অ্যাড. শাহানা আক্তার শানুর সভাপতিত্বে ও চট্টগ্রাম মহানগর মহিলা দলের সাবেক সভাপতি মনোয়ারা বেগম মনি ও সাবেক সাধারণ সম্পাদক জেলী চৌধুরীর পরিচালনায় উদ্বোধনী বক্তব্য রাখেন- মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর, মহিলাদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, যুগ্ম সম্পাদক ফাতেমা বাদশা, লুৎফা খানম স্বাপ্না। এতে উপস্থিত ছিলেন- চট্টগ্রাম মহানগর বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব এম এ আজিজ, যুগ্ম আহ্বায়ক এস এম সাইফুল আলম ও ইয়াসিন চৌধুরী লিটন প্রমুখ।