র্যাব বাবুলকে পরিকল্পিতভাবে হত্যা করেছে: অভিযোগ বিএনপির
চট্টগ্রামের পাঁচলাইশের শেভরন এলাকা থেকে বুধবার বিএনপি নেতা মো. নজরুল ইসলাম বাবুলকে গ্রেপ্তারের পর ইচ্ছাকৃতভাবে র্যাব হত্যা করেছে বলে অভিযোগ দলটির।
তার মৃত্যুর ঘটনায় বৃহস্পতিবার গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে এ অভিযোগ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিবৃতিতে বলা হয়, ‘আন্তর্জাতিক নিষেধাজ্ঞার পরও ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের আশকারায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) রক্ত ঝরানো কর্মকাণ্ড অব্যাহত রেখেছে’।
বিবৃতিতে এ ধরনের ‘নৃশংস কর্মকাণ্ড’ থেকে সরে আসতে র্যাবের প্রতি আহ্বান জানিয়েছে দলটি।
বিএনপির সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত বিবৃতিতে বিএনপি বিএনপি মহাসচিব বলেন, ‘র্যাব বর্তমানে এক মূর্তিমান আতঙ্কে পরিণত হয়েছে। দেশবাসী এ ধরনের পৈশাচিকতা থেকে নিস্তার পেতে চায়।’
তিনি বলেন, ‘বর্তমানে দেশে আইনশৃঙ্খলা বাহিনীকে দিয়ে বিরোধী দল দমনের মহাযজ্ঞ তীব্র মাত্রা ধারণ করেছে। র্যাবকে যথেচ্ছভাবে ব্যবহারের মাধ্যমে সরকার বিএনপি নেতাকর্মীদের ধারাবাহিকভাবে হত্যা করে যাচ্ছে। বিএনপি নেতা বাবুলকেও র্যাব পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। অত্যধিক নির্যাতন করায় নজরুল ইসলাম বাবুল মৃত্যুর কোলে ঢলে পড়ে।’
তিনি বলেন, ‘গুম, খুন, বন্দুকযুদ্ধের নামে বিরোধী দলের নেতাকর্মীদের হত্যা এবং বিচারবহির্ভূত হত্যার মাধ্যমে আওয়ামী অবৈধ সরকার দেশকে বিরোধী শূন্য করতে চায়। এ জন্য ক্ষমতাসীন হওয়ার পর থেকে ব্যাপকভাবে এসব অবৈধ কর্মসূচি চালিয়ে আসছে। এহেন অমানবিক লোমহর্ষক ঘটনা প্রতিদিনই ঘটছে।’