যুবদল নেতা আরমানকে তুলে নেওয়ার অভিযোগ

0

দক্ষিণ কেরানীগঞ্জ থানা যুবদলের সাবেক সহ-সভাপতি আরমান হোসেনকে কাশিমপুর কারাফটক থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আরমান হোসেন দীর্ঘদিন কারাগারে ছিলেন।

সোমবার (৭ মার্চ) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ এ অভিযোগ করেন।

তিনি বলেন, উচ্চ আদালত থেকে জামিন পাওয়ার পর রোববার কাশিমপুর কারাগার-১ থেকে তিনি মুক্তি পান। জেলগেট থেকে বের হলেই সাদা পোশাকে একদল লোক প্রশাসনের লোক পরিচয় দিয়ে তাকে মাইক্রোবাসে করে তুলে নিয়ে যায়।

এখন পর্যন্ত আরমানের কোনো খোঁজ পাচ্ছে না তার পরিবার। তাকে কোনো থানায় হস্তান্তর করেনি বা আদালতেও হাজির করা হয়নি। এ নিয়ে পরিবারের সদস্যদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

রিজভী বলেন, আরমান হোসেন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বহিনীর হাতেই রয়েছে। অবিলম্বে তাকে পরিবারের কাছে হস্তান্তর করার দাবি জানাই।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com