বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর ১৬তম কারাবন্দি দিবস আজ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান-এর আজ ১৬তম কারাবন্দি দিবস।
২০০৭ সালের এই দিনে দেশি বিদেশি সুদূরপ্রসারি চক্রান্তের নীলনকশা অনুযায়ী বাংলাদেশবাদী তুমুল জনপ্রিয় রাজনীতিবিদ তারেক রহমানকে গ্রেপ্তার করে অবৈধ এক এগারোর সরকার।
সেপ্টেম্বর ৩, ২০০৮, এ আদালত কর্তৃক জামিন লাভ করে চিকিৎসার্থে ব্রিটেনে গমণ করেন তিনি।
কারাবন্দি থাকা অবস্থায় তাঁর উপর চালানো হয় নিদারুন নির্যাতন। তাঁর নামে দেয়া হয় অনেকগুলো সাজানো মামলা। দেশি বিদেশি রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই মামলাগুলো ছিল রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।