সবাইকে নিয়ে অধিকার আদায় করতে হবে: আমির খসরু

0

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন,‘সব ধর্মের মানুষকে নিয়ে একসঙ্গে চলার যে প্রত্যয় নিয়ে বিএনপি সৃষ্টি হয়েছিল, তার মূল কারণ ছিল সব জাতির, সব চিন্তা-ভাবনার সবাইকে নিয়ে এই দেশ গড়তে হবে, দেশকে এগিয়ে নিতে হবে।’

বৃহস্পতিবার ( ৩ মার্চ) দুপুরে রাজধানীর বাসাবো বৌদ্ধবিহার বৌদ্ধ ধর্মীয় নেতা মহাসংঘনায়ক শুদ্ধানন্দ মহাথের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশগ্রহণ করতে এসে সাংবাদিকদের এসব কথা বলেন আমির খসরু।

আমির খসরু বলেন, ‘আমরা সবাই যেন একসঙ্গে চলতে পারি, সে জন্য আমরা ভালোবাসা জানাতে, শ্রদ্ধা জানাতে আজকে এসেছি। ভবিষ্যতে খারাপ সময়-ভালো সময়, সুখ-দুঃখে যেন সবকিছু চিন্তা করতে পারি, ভাবতে পারি। দেশকে নিয়ে, মানুষকে নিয়ে, দেশের মানুষের অধিকার নিয়ে আমরা চিন্তা করি।’

তিনি বলেন, ‘আমরা মনে করি, ভোটাধিকার, কথা বলার অধিকার সবাই মিলে আদায় করতে হবে। এখানে সবার অংশগ্রহণের প্রয়োজনীয়তা আছে।’

সাবেক বাণিজ্যমন্ত্রী আমির খসরু উল্লেখ করেন, কোনও বিশেষ ভাষা, বিশেষ সংস্কৃতি বা বিশেষ কোনও ধর্মের ভিত্তিতে কোনও জাতি গড়ে তোলা সম্ভব নয়। সব জাতি, সব ভাষার মানুষকে নিয়ে একতাবদ্ধভাবে বাংলাদেশি জাতীয়তাবাদের চিন্তায় দেশ গড়তে হবে।

এ সময় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য আব্দুস সালাম, অধ্যাপক সুকোমল বড়ুয়া, সমবায় ও পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক গৌতম চক্রবর্তীসহ অনেকে উপস্থিত ছিলেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com