বর্তমান সরকারের আমলে দেশে মেগা প্রকল্পের নামে মেগা লুটপাট চলছে: গয়েশ্বর
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, দেশে মানুষের আয় কম, ব্যয় বেশি। কর্মসংস্থান সংকুচিত। দেশে ১০-১২ বছর ধরে নতুন কোনো শিল্প কলকারখানা গড়ে উঠেনি, বরং পর্যায়ক্রমে বন্ধ হচ্ছে বিভিন্ন কলকারখানা। যার কারণে বেকারত্ব বেড়েই চলেছে। দিনমজুররা কাজ পায় না, অপরদিকে জিনিসপত্রের দাম বেড়েই চলেছে। সরকার নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ করতে পারছে না।
তিনি বলেন, সারাবিশ্বে তেলের দাম যখন কমছে, তখন আমাদের দেশে তেলের দাম বারবার বেড়েই চলেছে।
সরকারের পদত্যাগ এবং দ্রব্যমূল্যের অসহনীয় ঊর্ধ্বগতির প্রতিবাদে বুধবার (২ মার্চ) বিকেলে গাজীপুর জেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
গয়েশ্বর বলেন, দেশের মালিকানা জনগণের হাতে ফিরিয়ে দিতে বিএনপি অবিরাম সংগ্রাম করে আসছে। অথচ বর্তমান সরকারের আমলে দেশে মেগা প্রকল্পের নামে মেগা লুটপাট চলছে। দেশের মুদ্রা পাচার হয়ে যাচ্ছে। গত ১২ বছরে ১০ লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। দুর্নীতির মাধ্যমে লুণ্ঠিত টাকা বিদেশে পাচার করে সরকার এখন জনগণের পকেট কেটে বিদ্যুৎখাতে ভর্তুকি দিচ্ছে।
সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘আপনাদের চুরি করা টাকার ক্ষতিপূরণের দায়িত্ব জনগণের নয়। বিদ্যুৎ-গ্যাসের দাম বাড়লে সব কিছুর দাম বাড়ে। অবিলম্বে এ দু’টির দামসহ সকল নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমান।’
জেলা শহরের রাজবাড়ি সড়কে দলীয় কার্যালয়ের সামনে জেলা বিএনপির আহ্বায়ক ও বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলনের সভাপতিত্বে ও সদস্য সচিব কাজী ছাইয়েদুল আলম বাবুলের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন- বিএনপির কেন্দ্রীয় নেতা ডা: রফিকুল ইসলাম বাচ্চু, হুমায়ূন কবীর খান, যুবদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক নুরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি গোলাম সারোয়ার, জেলা বিএনপি নেতা হেলাল উদ্দিন, শাহ রিয়াজুল হান্নান, আজিজুর রহমান পেরা, জেলা যুবদলের সভাপতি মনিরুল ইসলাম মনি, সাখাওয়াত হোসেন সবুজ, সাখাওয়াত হোসেন সেলিম, জয়নাল আবেদীন রিজভী প্রমুখ।