আ.লীগ সরকার জনগণের সাথে ‘প্রতারণা’ করছে: হাফিজ
বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন বীর বিক্রম আহমেদ বলেছেন, জনগণের সাথে এ সরকার প্রতারণা করছে, তারাই দুর্নীতির উৎস। ভোটের অধিকারের জন্য প্রতিটি মানুষকে রাস্তায় নামতে হবে। আপনারা এ দেশ স্বাধীন করেছেন, আপনাদের রাস্তায় নামতে হবে। আজকে সাহসী মুক্তিযোদ্ধাদের নাম নেই। যারা পালিয়েছিল তাদের নাম আজকে মুক্তিযোদ্ধার তালিকায়।
সোমবার বিকেলে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে মহানগর বিএনপি কর্তৃক আয়োজিত বিক্ষোভ-সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মেজর হাফিজ বলেন, সমাবেশে অনেক তরুণকে দেখে আমি উচ্ছ্বসিত। আমরা তো কয়েক বছর ধরে বক্তব্য দিয়ে আসছি। বক্তব্য দিয়ে সরকারের পতন হবে না, দ্রব্যমূল্য কমানে যাবে না, সরকারের দুর্নীতি থামানো যাবে না। আমাদের সাথে জনগণকেও রাজপথে নামতে হবে।
তিনি বলেন, আমাদের শপথ নিতে হবে। আমরা মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে চাই। সেজন্যই আমাদের আন্দোলন। বাড়ি গোপালগঞ্জ হলে কিংবা ছাত্রলীগরে সদস্য হলে চাকরি পাওয়া যায়। মেধাবী ছাত্ররা চাকরি পাচ্ছে না। হাসপাতালে চিকিৎসা নেই, আইসিইউ নেই, তারা নাকি উন্নয়নের রোল মডেল। কথা দিয়েছিল চাল হবে দশ টাকা কেজি, আজকে ৭০ টাকা কেজি।
মেজর (অব.) হাফিজ বলেন, কিছুদিন আগে নারায়ণগঞ্জে নির্বাচন হল। নির্বাচনে বিএনপির একজন নেতা তৈমুর আলম খন্দকার অংশ নিয়েছিলেন। বিএনপির অত্যন্ত ত্যাগী নেতা তিনি। তাকে কেন বাদ দেয়া হল জানি না। আমি দলের অনেক ক্ষুদ্র একজন কর্মী। এ নির্বাচনে তিনি বিজয়ী হয়েছেন কিন্তু ইভিএমে আপনারা তাকে পরাজিত করেছেন। সেদিন মিল কারখানাগুলো খুলে রাখা হয়েছিল, যেন সেদিন মানুষ ভোট দিতে না পারে।
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য আবুল কালামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিএনপির ঢাকা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, সহ সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটু, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার, মহানগর বিএনপির সিনিয়র সহ সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সবুর খান সেন্টু, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু আল ইউসুফ খান টিপু, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলনেতা এস এম শৈবাল হোসেন, জেলা ছাত্রদলের সভাপতি মশিউর রহমান রনি, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার সাদাত সায়েম, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান প্রমুখ।