যুদ্ধবিরোধী বিক্ষোভে রাশিয়ায় আটক ৪ হাজার

0

ইউক্রেনে আগ্রাসনের পরিপ্রেক্ষিতে রাশিয়ায় যুদ্ধবিরোধী বিক্ষোভে অংশ নেয়া চার হাজারের বেশি বিক্ষোভকারীকে আটক করেছে রুশ পুলিশ।

রোববার বিক্ষোভ পর্যবেক্ষণকারী সংস্থা ওভিডি-ইনফো এক বিবৃতিতে এই তথ্য জানায়।

গত বৃহস্পতিবার রাশিয়া ইউক্রেনে হামলা শুরুর পর থেকেই রাশিয়াজুড়ে যুদ্ধবিরোধী বিক্ষোভ শুরু হয়।

সংস্থাটি জানিয়েছে, রোববার রাশিয়ার মোট ৪৬টি শহরে বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ থেকে মোট এক হাজার ছয় শ’ ৫৯ জনকে আটক করা হয় বলে বিবৃতিতে জানানো হয়।

গত বৃহস্পতিবার পূর্ব ইউক্রেনে রুশপন্থী বিদ্রোহীদের সহায়তায় রুশ স্থল, নৌ ও বিমান বাহিনীকে পূর্ণমাত্রায় অভিযান চালানোর নির্দেশ দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

এর আগে ১৭ ফেব্রুয়ারি থেকে পূর্ব ইউক্রেনের রুশপন্থী বিদ্রোহী ও সরকারি বাহিনীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। এর জেরে সোমবার বিদ্রোহীদের দুই রাষ্ট্র ‘দোনেৎস্ক পিপলস রিপাবলিক’ ও ‘লুহানস্ক পিপলস রিপাবলিক’কে স্বীকৃতি দিয়ে শান্তি রক্ষায় রুশ সৈন্য পাঠানো এবং পরে ইউক্রেনে পূর্ণমাত্রার অভিযানের নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

ইউক্রেনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, শনিবার পর্যন্ত রুশ আগ্রাসনে ইউক্রেনে তিন শিশুসহ অন্তত ১৯৮ জন নিহত হয়েছে।

অপরদিকে ইউক্রেনের উপ প্রতিরক্ষামন্ত্রী রোববার জানিয়েছেন, ইউক্রেনের সৈন্যরা প্রায় চার হাজার তিন শ’ রুশ সৈন্যকে হত্যা করেছে।

সূত্র : আলজাজিরা ও বিবিসি

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com