সিইসি সরকারের নতুন প্রজেক্ট, নতুন কৌশল: প্রিন্স

0

নির্বাচন কমিশন (ইসি)  গঠনের নামে সিইসি নিয়োগ সরকারের নতুন প্রজেক্ট বলে মন্তব্য করেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

তিনি বলেন,  সিইসি নিয়োগ সরকারের নতুন প্রজেক্ট, নতুন কৌশল।

আবারও তারা কীভাবে ক্ষমতায় টিকে থাকবে, সে জন‍্য তারা এই প্রজেক্ট হাতে নিয়েছে।

কিছুক্ষণ আগে শুনলাম যাদের দিয়ে ইসি গঠন করা হয়েছে, তারা সবাই দলকানা ব‍্যক্তি। যারা আওয়ামী লীগ করে তাদের নিয়ে সার্চ কমিটি গঠন করা হয়েছে। এতে কিছু আশা করার নেই।

তিনি আরও বলেন, বিএনপি জনগণের দাবি নিয়ে আন্দোলন করছে। সিইসি নিয়ে বিএনপির কোনো ভ্রূক্ষেপ নেই।

শনিবার (২৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টায় ময়মনসিংহ নগরীর বিএনপি কার্যালয়ে পেশাজীবী পরিষদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আগামী ২৮ ফেব্রুয়ারি দ্রব‍্যমূল‍্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ময়মনসিংহে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলগীরের বিক্ষোভ সমাবেশ সফল করার লক্ষ্যে এ মতবিনিময় সভা করেন তারা।

এতে সভাপতিত্ব করেন জেলা পেশাজীবী পরিষদের সভাপতি ডা. ওয়ালিউল্লাহ।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com