‘আওয়ামী লীগ একটা লুটেরা দলে পরিণত হয়েছে’
সরকার জনগণের ওপর যে অত্যাচার, গুম-খুন করছে সেটাকে হালাল করার জন্য জনগণের টাকা দিয়েই যুক্তরাষ্ট্রে লবিস্ট নিয়োগ করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
গতকাল শনিবার (২৬ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনের সড়কে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, আমেরিকা যে নিষেধাজ্ঞা দিয়েছে, সেটাকে দূর করার জন্য তারা লবিস্ট নিয়োগ দিয়েছে। তাদের মাসে ২০ হাজার ডলার দিতে হবে। এতদিন তো লম্বা লেকচার মারলেন, অনেক কথা বললেন, এখন কেন এই লবিস্ট নিয়োগ করছেন? কারণ একটাই—জনগণের ট্যাক্সের টাকা দিয়ে লবিস্ট নিয়োগ করে জনগণের ওপরে অত্যাচার-গুম-খুনকে হালাল করতে চাচ্ছেন, ঢাকতে চাচ্ছেন, আড়াল করতে চাচ্ছেন। কিন্তু কথায় বলে না, ধর্মের কল বাতাসে নড়ে। এখন ধর্মের কল বাতাসে নড়তে শুরু করেছে। চতুর্দিকে ঘণ্টা বাজতে শুরু করেছে। আর উপায় নাই!
তিনি বলেন, কয়েকদিন আগে পত্রিকায় দেখলাম, এখন নাকি গণ-পেনশন দেবে। পরিষ্কার করে কিছু বলছে না, আমরা যেটুকু বুঝতে পারছি। আর একটা লুটের কায়দা তারা করতে যাচ্ছে। মানুষের কাছ থেকে প্রতিমাসে এক হাজার করে টাকা নেবে, ৬০ বছর পরে দেবে। এর মধ্যে মারা গেলে ফেরত পাবে না। যদিও এখনও পাস হয়নি। তবে প্রস্তাব নিয়ে এসেছে। অর্থাৎ প্রতিটি ক্ষেত্রে দেখবেন কী করে লুট করা যায়, কী করে মানুষের পকেট কাটা যায় সেই ব্যবস্থাই তারা করছে। মানুষের কোনো সমস্যার সমাধান তারা করতে পারছে না। পারছে না তো বটেই, বরং মানুষকে তারা বিপদে ফেলছে। আজকে সমগ্র বাংলাদেশের একটাই সমস্যা। সমস্যা হচ্ছে—আওয়ামী লীগ। মানুষ এখন আওয়ামী লীগকে তাদের সবচেয়ে বড় শত্রু মনে করতে শুরু করেছে। আজকাল মানুষ গালিও দেয়—এই তুই মানুষ না, আওয়ামী লীগ? এটা গ্রামেগঞ্জে সব জায়গায় হয়ে গেছে। আমরা টের পাই।
বিএনপির মহাসচিব বলেন, আমাদের জান বাঁচে না। আমরা কোনো রকমে রক্ষা পেতে চাই। আর তারা টিকা নিয়ে প্রথম থেকেই শুরু করেছে দুর্নীতি। তাও একই ব্যক্তি, যিনি টেলিফোনে কথা বলেছেন, তাকে দিয়েই টিকা আমদানি করা হয়েছে। সেখানেও কোটি কোটি টাকা লুটপাটের ব্যবস্থা করা হয়েছে। এই সরকারের আমলে এমন কোনো জায়গা নেই, যেখানে লুটপাট হচ্ছে না। ছোট বেলায় আমাদের মায়েরা কবিতা বলে বাচ্চাদের ঘুম পাড়াতো—‘ছেলে ঘুমালো, পাড়া জুড়ালো বর্গি এলো দেশে’, বর্গিরা লুট করে নিয়ে যেত, আজকে সেভাবেই এই সরকার লুট করে নিয়ে যাচ্ছে।
মির্জা ফখরুল বলেন, আজকে বাংলাদেশ আওয়ামী লীগ একটা লুটেরা দলে পরিণত হয়েছে। কথাটা আজকের নয়। মওলানা আব্দুল হামিদ খান ভাসানী ১৯৭৪ সালে এই কথা বলেছিলেন। তিনি বলেছিলেন—বাংলাদেশ আওয়ামী লীগের নামটা বদলে দিয়ে নিখিল বাংলাদেশ লুটপাট সমিতি করা উচিত। আজকে আওয়ামী লীগ সম্পূর্ণভাবে একটা লুটপাটের দলে পরিণত হয়েছে। লুটপাট করে, সম্পদ লুট করে, বিদেশে পাচার করে তারা ক্ষমতায় টিকে থাকতে চায়।
তিনি বলেন, আমরা পথে নেমেছি, রাস্তায় নেমেছি। জনগণের কাছে আবেদন জানাতে চাই—আসুন আপনারা শরিক হোন। তরুণ যুবকদের আহ্বান জানাই, জেগে উঠুন দেশকে রক্ষা করার জন্য। খালেদা জিয়াকে মুক্ত করার জন্য সবাই একযোগে নেমে পড়ি।
সরকারের উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে মির্জা ফখরুল বলেন, এখনো সময় আছে। আমাদের দেশনেত্রী খালেদা জিয়াসহ সব রাজবন্দিদের মুক্তি দিন। নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করুন এবং নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধিত্বমূলক একটি সরকার গঠন করুন। তবেই সংকটের সমাধান হবে।
সরকারের সিন্ডিকেটের দুর্নীতির কারণে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, ‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে নাভিশ্বাস উঠেছে। টিসিবির লাইনে বেশির ভাগ মধ্যবিত্ত। সরকার দুর্নীতিতে দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতি হয়েছে।
মোশাররফ বলেন, সরকার প্রধান বলেছিল ক্ষমতায় আসলে ১০ টাকা কেজি চাল খাওয়াবেন। ২০০৬ সালে আমরা ক্ষমতা ছাড়ি তখন চালের কেজি ছিল ১৬/১৮ টাক। কোথায় সে ১০ টাকা? আওয়ামী লীগ এদেশের মানুষের সাথে প্রতারণা করেছে।
সরকার দুর্নীতিবাজদের রক্ষা করার জন্য দায়মুক্তি দেয়ার জন্য আইন করেছেন উল্লেখ করে মোশাররফ বলেন, একশ হাজার কোটি টাকা আওয়ামী সিন্ডিকেটের সদস্যরা প্রতি বছর পাচার করছে। তাদের জন্য আবার সংসদে দায়মুক্তি আইনও করা হয়েছে। এই সরকার দেশ-বিদেশে হাইব্রিড সরকার হিসেবে পরিচিতি পেয়েছে। আন্তর্জাতিকভাবে আমাদের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। আন্তর্জাতিক অঙ্গনে দেশের সুনাম ফিরিয়ে আনতে হলে এই সরকারের পতন ঘটাতে হবে। এজন্য আন্দোলন প্রয়োজন। সকলকে ঐক্যবদ্ধ করে আমাদের রাস্তায় নামতে হবে।
এছাড়াও আওয়ামী লীগের উদ্দেশ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, আপনারা অন্যায়ভাবে ক্ষমতা দখল করে আছেন। দেশের জনগণ জেগে উঠেছে, আপনাদের যাবার সময় হয়ে গেছে।
তিনি বলেন, কমিশন টমিশন করে কোন লাভ হবে না। ঐ সমস্ত ভুয়া নির্বাচনে বিএনপি যাবেও না, করতেও দেবে না।
আওয়ামী লীগ এর উদ্দেশ্যে আব্বাস বলেন, জনগণের পকেট কেটে দুর্নীতি করে মালয়েশিয়ায় কানাডায় বেগম পাড়া বানিয়েছেন, এগুলোর হিসাব দিতে হবে না? হিসাব দিতে হবে।
তিনি বলেন, দ্রব্যমূল্য সহ সব জিনিসের দাম বাড়ছে। কিন্তু জনগণের জীবনের মূল্য বাড়ছে না। এদেশের মানুষের জীবনের কোন মূল্য নাই। হয় গুলি খেয়ে মরতে হবে, হয় জেলে বসে মরতে হবে। আর না হয় এই সরকারের অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে মাঠে মরতে হবে।
তিনি আরো বলেন, এই সরকারের সময়ে দ্রব্যমূল্য যেভাবে বেরেছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় এরকম বাড়ে নাই। এমনকি দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিন তিনবার প্রধানমন্ত্রী থাকা অবস্থায়ও দ্রব্যমূল্য এত বাড়ে নাই। কিন্তু এই সরকার বেহায়ার মত দ্রব্যমূল্য বৃদ্ধি করেছে। তাদের পকেট ভারী করার জন্য জনগণের পকেট কেটে।
বিক্ষোভ সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, যারা ভোট চুরি করেছে তাদের যদি ধরতে না পারেন। আর ভোট চুরির সরঞ্জাম ইভিএম যদি বাজেয়াপ্ত না করতে পারেন তাহলে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কমবে না।
আমির খসরু বলেন, বাংলাদেশের মানুষ আজ রাস্তায় নেমে পড়েছে। রাস্তায় জনতার ঢল নেমেছে। জনগণ সিদ্ধান্ত নিয়েছে। এই সমস্ত ধানাই-পানাই করে কোন কিছু হবে না। ধানাই পানাইয়ের দিন শেষ হয়ে গেছে।
তিনি বলেন, দ্রব্যের উচ্চমূল্য সাথে ভোট চুরির, দুর্নীতির সম্পর্ক আছে। দুর্নীতির সাথে রাষ্ট্রের তহবিল চুরির সম্পর্ক আছে। রাষ্ট্রের তহবিল চুরির রাষ্ট্রের মেগা প্রজেক্ট এর সাথে সম্পর্ক আছে। জনগণের পকেট থেকে টাকা নিয়ে রাষ্ট্রের তহবিল চুরি করছে। মেগা প্রজেক্ট এর নামে চুরি করে বিদেশে পাচার করছে।
তিনি বলেন, দ্রব্যমূল্যের দাম কমাতে হলে আমাদেরকে গোড়ায় যেতে হবে। সেই গোড়াটা কোথায়? ভোট চোরদের ধরতে হবে। ভোট চোরের সহযোগীদের ধরতে হবে। যারা ভোট চুরি করেছে তাদের যদি ধরতে না পারেন। আর ভোট চুরির সরঞ্জাম ইভিএম যদি বাজেয়াপ্ত না করতে পারেন তাহলে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কমবে না। তারা অব্যাহতভাবে লুটপাট করতে থাকবে। এবং ফুলে-ফেঁপে বড় হবে যার শিকার হবে বাংলাদেশের জনগণ।
তিনি আরও বলেন, ইনিয়ে বিনিয়ে কথা বলে আর লাভ নাই। এই ভোট চোরদের ধরতে হবে।