বিকারগ্রস্ত সরকারকে ক্ষমতায় রাখলে দেশে ভয়াবহ দুর্ভিক্ষ হবে: আফরোজা আব্বাস
বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস বলেছেন, ‘নিত্যপণ্যের দাম মানুষের ক্রয়সীমার বাইরে চলে গেছে। বর্তমানে বিকারগ্রস্ত সরকারকে ক্ষমতায় রাখলে দেশে ভয়াবহ দুর্ভিক্ষ হবে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দেশে এখন নিরব দুর্ভিক্ষ চলছে।’
গতকাল শুক্রবার দুপুরে নওগাঁ শহরের কেডি সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে নওগাঁ জেলা মহিলা দলের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কর্মী সম্মেলনে আফরোজা আব্বাস বলেন, ‘মানুষ এখন আতঙ্কে দিন কাটাচ্ছে, নিজেদের ও সন্তানদের নিরাপত্তা নিয়ে। মানুষের জানমালের কোনো নিরাপত্তা নেই। সর্বক্ষেত্রে দুর্নীতির প্রতিযোগিতা চলছে। বর্তমান সরকারের পতন এখন সময়ের দাবি। আওয়ামী লীগ সরকারের অপকর্মে মানুষ এখন অতিষ্ঠ।’
আফরোজা আব্বাস বলেন, ‘উন্নয়নের নামে দেশে সরকারদলীয় নেতাকর্মীরা লুটপাট করে নিজেদের উন্নয়ন করছে। আওয়ামী লীগ রাষ্ট্রযন্ত্র দখল করে দেশে নির্যাতন, খুন ও গুম করছে। অথচ এসবের কোনো বিচার হচ্ছে না, বিচার পাওয়ার অধিকারও মানুষের নেই।’