রুশ সাইবার হামলার আশঙ্কায় ইউরোপীয় ব্যাংকে সতর্কতা

0

ইউক্রেন ইস্যু নিয়ে চলমান উদ্বেগের মধ্যে ইউরোপের ব্যাংকগুলোয় রাশিয়ার পৃষ্ঠপোষকতায় সাইবার হামলার আশঙ্কা করছে ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক (ইসিবি)। এ ধরনের সাইবার হামলা মোকাবেলায় ব্যাংকগুলোকে প্রস্তুত করতে কাজ চালাচ্ছে তারা। নাম প্রকাশ না করার শর্তে ইসিবির দুই কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান অচলাবস্থার কারণে ইউরোপের রাজনীতিক ও ব্যবসায়ী নেতারা উদ্বেগের মধ্যে রয়েছেন। তাদের আশঙ্কা, এ মুহূর্তে যেকোনো সঙ্ঘাত পুরো অঞ্চলের জন্য বিপদ ডেকে আনবে।

বর্তমানে ইসিবির নেতৃত্ব দিচ্ছেন ফ্রান্সের সাবেক মন্ত্রী ক্রিস্টিন লাগার্দে। ব্যাংকটি ইউরোপের বড় বড় ঋণদাতা প্রতিষ্ঠানের তদারক করে থাকে। নাম প্রকাশে অনিচ্ছুক দুই ইসিবি কর্মকর্তা রয়টার্সকে বলেন, ব্যাংকগুলোয় রাশিয়ার সম্ভাব্য সাইবার হামলা নিয়ে সতর্ক রয়েছে ইসিবি।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com