লক্ষ্মীপুরে সমাবেশে জনগণের ঢল নামবেই: বিএনপি নেতা এ্যানি

0

লক্ষ্মীপুরে বিএনপির সমাবেশ ঘিরে বাস-মিনিবাস মালিক সমিতি আট ঘণ্টার ধর্মঘট ডেকেছে। এতে কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি জানিয়েছেন, বাস বন্ধ থাকলে হবে পদযাত্রা।

বুধবার (২৯ ডিসেম্বর) রাতে জেলা আউটার স্টেডিয়ামে বিএনপির সমাবেশস্থলের প্রস্তুতি দেখতে গিয়ে এ কথা বলেন তিনি।

জেলা বিএনপির আহ্বায়ক বলেন, বাস বন্ধ থাকলে টেম্পো আছে, টেম্পো বন্ধ থাকলে পিকআপ আছে, পিকআপ বন্ধ থাকলে রিকশা আছে। সব গাড়ি বন্ধ থাকলে পা আছে। সর্বোপরি আমাদের মনে শক্তি আছে, সাহস আছে। আমাদের কোনো বাধা আটকাতে পারবে না। বিএনপি কোনো সন্ত্রাস-অত্যাচারের কাছে মাথা নত করেনি, করবেও না। সমাবেশে জনগণের ঢল নামবেই।

তিনি আরও বলেন, আন্দোলনে রাস্তায় আছি, রাস্তা থেকে উঠবো না। কারণ আমরা নির্যাতিত, আমরা অত্যাচারিত। ইনশাআল্লাহ আমরা ঐক্যবদ্ধ আছি। লক্ষ্মীপুরের জনগণ স্লোগানে স্লোগানে সমাবেশস্থল মুখরিত করে তুলবে। সরকার পতনের আওয়াজ তুলবে।

সমাবেশ স্থল পরিদর্শনে যান বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক এমপি আবুল খায়ের ভূঁইয়া, সাবেক এমপি নাজিম উদ্দিন, জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু ও যুগ্ম-আহবায়ক এডভোকেট হাছিবুর রহমানসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

দলীয় সূত্র জানায়, খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা ও মুক্তির দাবিতে বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) দুপুর দেড়টায় লক্ষ্মীপুর জেলা আউটার স্টেডিয়ামে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসবে সমাবেশের আয়োজন করেছে বিএনপি। এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত থাকবেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com