খালেদা জিয়ার সুচিকিৎসা নিতে আইন কোনো বাধা নয়, বাধা হচ্ছে সরকার: ড. মোশাররফ

0

গণতন্ত্র পুনরুদ্ধার, সুশাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় বর্তমান সরকারকে হটানোর কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

গতকাল শনিবার (২৫ ডিসেম্বর) বিকেলে কুমিল্লার দাউদকান্দিতে নিজ বাসভবনে নবগঠিত পৌর শ্রমিক দলের পরিচিতি ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ড. মোশাররফ বলেন, বর্তমান সরকার নানা গণবিরোধী কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছে। আন্তর্জাতিকভাবে আজ বাংলাদেশ ঘৃণিত ও নিন্দিত। দেশে গণতন্ত্র নেই, মানবাধিকার নেই, সুশাসন নেই। সর্বোপরি দেশের মানুষ ভালো নেই। বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বেড়েই চলেছে। দেশকে এসব বদনাম থেকে পরিত্রাণ, গণতন্ত্র পুনরুদ্ধার ও মানবাধিকার প্রতিষ্ঠা করতে কঠোর আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগ সরকারকে হটানোর কোনো বিকল্প নেই।

বিএনপির এই নেতা বলেন, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া গুরুতর অসুস্থ। তিনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। বিদেশে সুচিকিৎসার জন্য বিশেষজ্ঞ চিকিৎসকগণ বার বার পরামর্শ দিচ্ছেন। কিন্তু সরকার আইনের দোহাই দিয়ে দেশনেত্রীকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। বিদেশে খালেদা জিয়ার সুচিকিৎসা নিতে আইন কোনো বাধা নয়, বাধা হচ্ছে সরকার। জামিনে থাকার বিদ্যমান শর্ত তুলে দিলেই তিনি বিদেশে চিকিৎসা নিতে পারবে। আসলে রাজনৈতিক প্রতিহিংসাপরায়ণ হয়েই সরকার খালেদা জিয়াকে বিদেশে সুচিকিৎসার সুযোগ থেকে বঞ্চিত করছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com