কাশ্মীরের পরিস্থিতি ’আগ্নেয়গিরির’ মতো যেকোন সময় বিস্ফোরিত হতে পারে: ফারুক আব্দুল্লাহ

0

কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ও ন্যাশনাল কনফারেন্সের সভাপতি ডা. ফারুক আবদুল্লাহ ভারতের কেন্দ্রীয় নরেন্দ্র মোদি সরকারের তীব্র সমালোচনা করেছেন।

তিনি বলেন, কাশ্মীরের পরিস্থিতি একটি ‘আগ্নেয়গিরির’ মতো যা যেকোনও সময় বিস্ফোরিত হতে পারে।

সাম্প্রতিক গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

নরেন্দ্র মোদির ভারতে একজন মুসলিম হওয়া কেমন লাগে? এমন প্রশ্নের জবাবে ডা. ফারুক আবদুল্লাহ বলেন, এটা ভীতিজনক। ভারত সাম্প্রদায়িক হয়ে উঠছে। এটা ধর্মনিরপেক্ষ ছিল। সরকার এটাকে সাম্প্রদায়িক করছে, তারা মানুষকে বিভক্ত করছে।

কাশ্মীর থেকে ৩৭০ ধারা বাতিলের ইস্যুতে তিনি ভারতের কেন্দ্রীয় সরকারের নীতির বিরুদ্ধে ক্রমাগত সমালোচনা করেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com