বহির্বিশ্বে ফ্যাসিবাদী সরকারের কোন গ্রহণযোগ্যতা নেই: মান্না
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, দেশের জনগণ এই সরকারকে চায় না। বহির্বিশ্বেও এই ফ্যাসিবাদী সরকারের কোন গ্রহণযোগ্যতা নেই। এই সরকারের দুর্নীতি, লুটপাট, অর্থপাচারের বিষয়ে এখন সারাবিশ্বে আলোচনা হচ্ছে। জাতিসংঘ, আইএমএফসহ সকল আন্তর্জাতিক সংগঠন থেকে দেশ বিচ্ছিন্ন হয়ে পড়ছে। সরকারের ভিত নড়ে গেছে।’
গতকাল শনিবার (২৫ ডিসেম্বর) তোপখানাস্থ নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কার্যালয়ে সংগঠনের এক সভায় মাহমুদুর রহমান মান্না এসব কথা বলেন। আনিসুর রহমান খসরুর সভাপতিত্বে মহানগর উত্তর ও দক্ষিণের আয়োজনে এ যৌথসভা অনুষ্ঠিত হয়।
এসময় মান্না আরও বলেন, এখন সময় প্রতিরোধের। আমি দেশের সকল শ্রেণি-পেশার মানুষ, রাজনৈতিক এবং সামাজিক সংগঠন সমূহকে সর্বতোভাবে ক্ষমতাসীন সরকারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানাই।’