পশ্চিমতীরে এক ফিলিস্তিনিকে গুলি করে হত্যা ইসরাইলি সেনার

0

অধিকৃত পশ্চিমতীরের জেনিন শহরে এক ইসরাইলি সেনার গুলিতে এক ফিলিস্তিনি যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার মধ্যরাতে জেনিনে এক ইসরাইলি সেনার গাড়িকে সজোরে ধাক্কা মারে ফিলিস্তিনি ওই যুবকের গাড়ি। খবর আরব নিউজের।

এ সময় সঙ্গে সঙ্গে ফিলিস্তিনিকে গুলি করেন ইসরাইলি ওই সেনা। এতে প্রাণ হারান ওই ফিলিস্তিনি যুবক।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এ হত্যাকাণ্ডের খবর নিশ্চিত করেছে।

ইসরাইলি সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, জেনিনের এক চেকপোস্টে একটি সন্ত্রাসী হামলা প্রতিহত করা হয়েছে। এ সময় সেনাসদস্যের গুলিতে হামলাকারী নিহত হয়েছেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com